
ইচ্ছে করলেই সব পাবে। যা ইচ্ছে করবে তাই পাবে। আমার ধর্মে বলা হয়েছে পরম করুনাময়ের কাছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। শুনতে খুব সহজ হলেও জগতের সবচেয়ে কঠিন কাজ হলো চাওয়া। কি চাইব তা বিশাল কিংকর্তব্যবিমূঢ়তার একটা ব্যাপার। ধরো তোমার খুব ভালো একজন বন্ধু আছে।সে তোমায় ভালোবাসায় ডুবিয়ে রাখে সারাবেলা। কিন্তু সে তোমার অনেক কিছুই নিয়ন্ত্রনে রাখতে চায়, তোমাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চায় না। সম্পর্কের প্রথমদিকে তোমার নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে হলেও একটা পর্যায়ে তোমার বড় দমবন্ধ লাগতে শুরু করে। তুমি ভেতরে ভেতরে অস্থির হতে থাকবে। একদিন দুইদিন তারপরে যখন একটু বুঝে যাবে যে তুমি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তখন তুমি একটু স্বাধীনতার জন্য হাঁস ফাঁস করতে থাকবে। একদিন হয়ত তাকে মুখের উপরে বলেই বসবে যে সে তোমার স্বাধীনতা খর্ব করছে। স্বাধীনতা পাওয়ার নেশায় তোমার সেই আকুতি হয়ত তুমি এবং তোমার বন্ধুটিকে ছাড়িয়েও সপ্ত আসমান ভেদ করে সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছে যাবে। আর সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছেন যা চাইবে তাই পাইবে।
তুমি হঠাৎ পেয়ে গেলে সেই বহুল আকাঙ্ক্ষিত স্বাধীনতা। বন্ধুটি খুলে দিল খাঁচা তুমি হলে মুক্ত বিহঙ্গ।স্বাধীনতার স্বাদ নেওয়ার জন্য বেশ কিছুদিন দেশ বিদেশে ঘোরার পরে তোমার মনে হল বাড়ী ফেরার কোনও আকর্ষণ বোধ করছ না, বাড়ী কেন কোথাও মন বসছে না। বন্ধুটির কথা বারবার মনে হচ্ছে। হাজারো আনন্দে মত্ত মেকি বন্ধুদের থেকে যখন স্বার্থপরতার সবুজাভ ধোঁয়া বেরিয়ে আসবে তখন দমবন্ধকরা সেই ধোঁয়ায় নিশ্বাস নিতে গিয়ে দমবন্ধ হবে আবারও। মনে হবে সেই বন্ধুটির মত মন থেকে তোমার ভালো হয়ত আর কেউই চাইবে না। অমন নিস্বার্থ ভালোবাসা নির্মল আদর আর পাবে নাকো কোথাও।
কিন্তু তুমি তো চেয়েছিলে স্বাধীনতা, সেই বহুলাকাঙ্খিত স্বাধীনতা এখন তোমাকেই জ্বলন্ত নাগিনীর মতো দংশন করে বেড়াচ্ছে। শান্তি পাচ্ছো না কোথাও। সেই বন্ধুটিও হয়ত কষ্টে নিজেকে তোমার থেকে এত দূরে সরিয়ে নিয়ে গেছে যে ইচ্ছা থাকলেও ফেরার সুযোগ নেই। এখন আর স্বাধীনতা তোমার ভালো লাগে না।
এমনই হয় আমাদের চাওয়াগুলো। আমরা হন্য হয়ে হঠাৎ প্রয়োজনে কিছু একটা চেয়ে বসি। অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই বাহিরের বিশাল পৃথিবীর দিকে বড় জানালা দিয়ে না তাকিয়ে স্বার্থপরতার ছোট ঘুলঘুলি দিয়ে উঁকি দিই। আর স্বাভাবিকভাবেই দেখতে বিশাল এক ক্যানভাসের খুব ক্ষুদ্র একটি অংশ।
আমরা বেশিরভাগ সময়ই সবচেয়ে বেশি সময় এবং সামর্থ ব্যয় করি আমাদের আকাঙ্ক্ষাগুলো কিভাবে পূরণ করব সেই চিন্তা করে। কিন্তু হয়ত আমাদের আসলে চিন্তা করা উচিত যে আমার কি চাইব। আমাদের আকাঙ্ক্ষাগুলো কি হওয়া উচিত। তা না হলে পুরো সময়টাই যেন পন্ডশ্রমে কেটে যাবে।
স্কারবোরো, কানাডা