12.4 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

চোখের অস্ত্রোপচারে ব্যবহৃত লেন্স প্রত্যাহার

চোখের অস্ত্রোপচারে ব্যবহৃত লেন্স প্রত্যাহার - the Bengali Times
আইকেয়ার পণ্য সরবরাহকারী জনপ্রিয় একটি প্রতিষ্ঠান কানাডায় কয়েক ধরনের আর্টিফিসিয়াল লেন্স প্রত্যাহার করে নিচ্ছে

আইকেয়ার পণ্য সরবরাহকারী জনপ্রিয় একটি প্রতিষ্ঠান কানাডায় কয়েক ধরনের আর্টিফিসিয়াল লেন্স প্রত্যাহার করে নিচ্ছে। প্রদাহের খবর পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও এ ব্যাপারে এই তাৎক্ষণিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে তারা।

সীমান্তের দক্ষিণে বোশ+লম্ব গত মাসে স্বপ্রণোদিত হয়ে ছানিসহ দৃষ্টি সংক্রান্ত চোখের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত বেশ কয়েক ধরনের লেন্স প্রত্যাহার করে নিচ্ছে তারা। বৃহস্পতিবার সিটিভিনিউজকে পাঠানো এক ইমেইলে কোম্পানিটি নিশ্চিত করেছে যে, কানাডাতেও কিছু পণ্যের ক্ষেত্রে প্রত্যাহারের এই নোটিশ কার্যকর হবে।

- Advertisement -

যেসব পণ্য প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে এনভিস্তা মনোফোকাল লেন্স, যার মডেল নাম্বার শুরু হয়েছে ইই এবং ইটিই দিয়ে। এ ছাড়াও রয়েছে এনভিস্তা এনভি এবং এনভিস্তা এনভি টরিকের সব মডেল।

প্রদাহ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর প্রত্যাহারের এই ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ছানি অস্ত্রোপচারের পর সাধারণত এ ধরনের সমস্যা দেখা দেয়। বোশ+লম্বের টিএএসএস সংক্রান্ত এক হ্যান্ডআউটে বলা হয়েছে, অস্ত্রোপচারের সময় চোখে বিষাক্ত কিছু প্রবেশ করলে এ ধরনের সমস্যা দেখা দেয়। এর ফলে তীব্র প্রদাহের সৃষ্টি হয়। তবে সংক্রমণের কোনো ঘটনা ঘটে না।

এক্ষেত্রে কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, যাদের চোখে সম্প্রতি বোশ+লম্বের লেন্স প্রতিস্থাপন করা হয়েছে তাদের মধ্যে টিএএসএসের খবর পাওয়া গেছে।

কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রেন্ট সন্ডার্স এক বিবৃতিতে বলেছেন, এই সমস্যার মূল কারণ এখনো অজানা। ঠিক কী ঘটছে সে ব্যাপারে ভালোমতো না জানা পর্যন্ত কোম্পানি এসব পণ্য প্রত্যাহার করে নেবে। যাদের টিএএসএস দেখা দিয়েছিল তাদের চিকিৎসা করা হয়েছে এবং লেন্স পরিবর্তনের কোনো প্রয়োজন পড়েনি। এই সমস্যা দেখা দিয়েছে খুবই কম সংখ্যক প্রতিস্থাপিত লেন্সের ক্ষেত্রে।

- Advertisement -

Related Articles

Latest Articles