16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

২০৩০ সাল নাগাদ বাড়ি নির্মাণ দ্বিগুণ করার পরিকল্পনা এনডিপির

২০৩০ সাল নাগাদ বাড়ি নির্মাণ দ্বিগুণ করার পরিকল্পনা এনডিপির - the Bengali Times
মার্কিন শুল্কের কারণে মন্দার হুমকির বিষয়টি স্বীকার করে নিয়ে এনডিপি নেতা জাগমিত সিং তার দল সরকার গঠন করলে সাশ্রয়ী আবাসনে বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন

মার্কিন শুল্কের কারণে মন্দার হুমকির বিষয়টি স্বীকার করে নিয়ে এনডিপি নেতা জাগমিত সিং তার দল সরকার গঠন করলে সাশ্রয়ী আবাসনে বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন। টরন্টোর লিবার্টি ভিলেজে স্থানীয় প্রার্থীবেষ্টিত হয়ে এক পাবে এই পরিকল্পনার কথা জানান তিনি। এনডিপির পরিকল্পনা হবে সাশ্রয়ী আবাসনকে গুরুত্ব দিয়ে বিদ্যমান হাউজিং অ্যাকসেলারেটর ফান্ডের স্থলে প্রদেশ ও মিউনিসিপালিটিগুলোর এক হাজার ৬০০ কোটি ডলারের তহবিল।

সাংবাদিকদের জাগমিত সিং বলেন, আপনাকে যা করতে হবে তা হচ্ছে মানুষে বিনিয়োগ।

- Advertisement -

২০৩০ সালের মধ্যে ৩০ লাখ বাড়ি নির্মাণের লক্ষ্যে এনডিপির পরিকল্পনা হচ্ছে বাড়ি নির্মাণের বর্তমান হারকে দ্বিগুণে উন্নীত করা। দ্য হাউজিং অ্যাকসেলারেটর ফান্ডের স্থলাভিষিক্ত হবে কানাডা হোমস ট্রান্সফার এবং কমিউনিটিজ ফার্স্ট ফান্ড। প্রতিটি কর্মসূচির আওতায় চার বছরে প্রাদেশিক ও মিউনিসিপাল সরকারগুলোকে ৮০০ কোটি ডলার দেওয়া হবে, যাতে করে কমিউনিটিগুলোর জন্য বাড়ি ও অবকাঠামো নির্মাণ শুরু করা যায়।

জাগমিত সিং বলেন, এই বিনিয়োগ কানাডায় কর্মসংস্থান সৃষ্টি করতে যাচ্ছে, যেগুলো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল নয়। আমরা আরও বাড়ি নির্মাণ করব, যাতে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং এটা আমাদের দেশ গঠন করবে।

সোমবার আবাসন সংক্রান্ত ঘোষনা আগের দিন রোববারও তিনি একটি ঘোষণা দেন। ওই ঘোষণায় বলা হয়, এনডিপি সরকার জাতীয় ভাড়া নিয়ন্ত্রণ আরোপ করবে। বেসরকারি বিনিয়োগকারীরা যদি বাজার দরে ভাড়া ধার্য না করতে পারেন তাহলে কেনে তারা বড় প্রকল্পে ব্যক্তিগত পুঁজি বিনিয়োগ করবেন? এই প্রশ্নের উত্তরে জাগমিত সিং বলেন, আবাসন যদি সাশ্রয়ী হয় তাহলে তিনি কেবল অর্থই বিনিয়োগ করবেন।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles