16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

অন্টারিও আইনসভার প্রথম নারী স্পিকার ডোনা স্কেলি

অন্টারিও আইনসভার প্রথম নারী স্পিকার ডোনা স্কেলি - the Bengali Times
প্রদেশের প্রথম নারী স্পিকার হিসেবে ডোনা স্কেলিকে বেছে নিয়েছেন অন্টারিওর আইনসভার সদস্যরা

প্রদেশের প্রথম নারী স্পিকার হিসেবে ডোনা স্কেলিকে বেছে নিয়েছেন অন্টারিওর আইনসভার সদস্যরা। ২০১৮ সাল থেকে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির পক্ষে ফ্ল্যামবোরো-গ্ল্যানব্রুকের হ্যামিল্টন-এরিয়া রাইডিংয়ের প্রতিনিধিত্ব করছেন। এর আগে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন।

টেড আমোট প্রায় সাত বছর স্পিকারের দায়িত্ব পালনের পর অবসরে যাচ্ছেন। অন্টারিওর ৪৩তম স্পিকার হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন স্কেলি।

- Advertisement -

৩০ বছরের ব্রডকাস্ট জার্নালিজমে থাকার পর রাজনীতিতে প্রবেশ করেন স্কেলি। তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বেশি পেশাদারি সুর নিয়ে আসতে চান।

ফেব্রুয়ারির প্রাদেশিক নির্বাচনের পর আইনসভার প্রথমদিনের একমাত্র কাজ হচ্ছে স্পিকার নির্বাচিত করা। আইনসভার সদস্যরা এখন সরকারের বক্তব্যের জন্য আইনসভায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এই বক্তব্যে সরকার তার অগ্রাধিকারের রূপরেখা তুলে ধরবে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles