12.4 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাকে বাংলাদেশি বলবেন না, টিউলিপের হুঁশিয়ারি! ভিডিও ভাইরাল

আমাকে বাংলাদেশি বলবেন না, টিউলিপের হুঁশিয়ারি! ভিডিও ভাইরাল - the Bengali Times
টিউলিপ সিদ্দিক

ইংরেজি ভাষাভাষি এক ব্যক্তির সাথে বাকবিতণ্ডায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।এক পর্যায়ে তাকে বলতে শোনা যায় ‘আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি।’ এখানে স্পষ্টভাবেই বোঝা যায় বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিষয়ে তাকে প্রশ্ন করায় এমনটি বলেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।

শুধু এতটুকুই নয় ভাইরাল হওয়া ভিডিওটি দেখে ধারণা করা যায়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার খালা সাবেক প্রধানমন্ত্রী হাসিনার কথা জিজ্ঞেস করায় মেজাজ হারান টিউলিপ।

- Advertisement -

এসময় সেই ব্যক্তিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সতর্ক হোন, ওসব ব্যাপারে আমি কিছু জানি না। আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি।’

এদিকে ঢাকায় পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত।

মূলত ফ্যাসিস্ট হাসিনা ২৪ এর গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে প্রকাশ পেতে থাকে তার পরিবারের সদস্যদের দুর্নীতির চিত্র।

এদিকে লন্ডনে নিজের বাড়ির বাইরে বাংলাদেশে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, তিনি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের শিকার।”

অন্যদিকে শুধু এই এক অভিযোগই নয় দুর্নীতি দমন কমিশন দুদকে আরও বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার এই ভাগ্নির বিরুদ্ধে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles