8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

স্বামীর অনুপস্থিতিতে প্রেমিকের সঙ্গে পলায়ন, অতঃপর…

স্বামীর অনুপস্থিতিতে প্রেমিকের সঙ্গে পলায়ন, অতঃপর… - the Bengali Times
ছবি সংগৃহীত

হঠাৎ নিখোঁজ হয়ে যান স্ত্রী। এরপর থানায় ডায়েরি করেন ৪০ বছর বয়সী শাকির। কিন্তু পরে তিনি আগ্রার তাজমহলে অন্য পুরুষের হাত ধরে ঘুরতে দেখেন তার স্ত্রী আঞ্জুমকে। পারিবারিক এক বিয়ের অনুষ্ঠান শেষে ১৫ই এপ্রিল বাড়ি ফেরেন শাকির। দেখতে পান ঘর তালাবদ্ধ। স্ত্রী আঞ্জুম এবং তাদের চার সন্তান নিখোঁজ। ১৮ই এপ্রিল তিনি আলিগড়ের রোরাওয়ার পুলিশ স্টেশনে একটি নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ কর্মকর্তা শিব শঙ্কর গুপ্ত বলেন, প্রতিবেশীরা বলেছেন আঞ্জুম সন্তানদের নিয়ে চলে গেছে। বাড়িতে মূল্যবান যা ছিল সব নিয়ে গেছে। এমনভাবে গেছে, যাতে কেউ তাতে হস্তক্ষেপ করতে না পারে। তাকে খুঁজে পেতে চেষ্টা করে পুলিশ। কয়েকদিনের অনুসন্ধানে সফল হননি তারা।

- Advertisement -

এক পর্যায়ে শাকিরের এক আত্মীয় হোয়াটসঅ্যাপে একটি ভিডিও নিয়ে সামনে আসেন। তাতে দেখা যায়, অজ্ঞাত এক পুরুষের সঙ্গে তাজমহলে ঘুরছে আঞ্জুম। ওই পুরুষকে চিনে ফেলেন শাকির। শাকির যেখানে কাজ করতেন ওই একই এলাকায় কাজ করতো ওই পুরুষও। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আঞ্জুম ও ওই ব্যক্তির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

এক পর্যায়ে শাকিরের অনুপস্থিতিতে তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আলিগড় কর্তৃপক্ষ আগ্রা পুলিশকে এলার্ট করেছে, যাতে ওই যুগলকে শনাক্ত করা যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles