
ওটিট সিরিজ ‘শি’-তে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী অদিতি পোহানকার। এরপর তাকে দেখা গেছে ‘আশ্রম’ সিরিজে। এই সিরিজটিও তাকে তারকাখ্যাতি এনে দেয়। বর্তমানে ওয়েব সিরিজে বেশ নির্ভরযোগ্য নাম অদিতি।
সাহসী যেকোনো চরিত্রের জন্য নির্মাতাদেরও পছন্দের তালিকায় এ অভিনেত্রী। তবে অনুরাগীরা হয়তো জানেন না, পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও দারুণ সাহসী। দুইবার যৌন হয়রানির মুখোমুখি হয়ে শক্ত হাতে মোকাবিলা করেছেন এ অভিনেত্রী।
সম্প্রতি হটারফ্লাই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জীবনের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেন অদিতি।
মুম্বাই শহরেই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। জীবনের দুটি তিক্ত ঘটনার কথা জানান অদিতি। একটি তাঁর স্কুলবেলার। আর একটি মুম্বাইয়ের লোকাল ট্রেনে।
অদিতি বলেন, “আমার সঙ্গে দুটি ঘটনা ঘটেছে। আমার মা শিক্ষিকা ছিলেন। আমাদের আবাসন থেকে একটা বাস পেতাম। সেই বাসেই স্কুলে যেতাম। কিন্তু পঞ্চম শ্রেণির পরেই বলা হয়, নিজে রাস্তা থেকে বাসে উঠে স্বাধীন ভাবে আসতে।
এক দিন বাসে উঠেই ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল তাঁর। সঙ্গে ছিল তার মায়েরই এক ছাত্র। অদিতি তাকে দাদা বলে ডাকতেন। সেই ছেলেটি বাসে উঠে বসার পরে নিজের কোল থেকে ব্যাগ সরিয়ে গোপনাঙ্গ দেখতে বলেছিল অদিতিকে। তবে অভিনেত্রী চুপ থাকেননি। অদিতি বলেন, ‘প্রথমে আমি হাসি। কিন্তু তার পর ওর চোখের দিকে তাকাতেই বুঝি, উদ্দেশ্য ভাল না। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলি, এই লোকটা আমাকে খারাপ কিছু দেখাচ্ছে। ও চমকে গিয়েছিল। প্যান্টের চেন আটকাতেও ভুলে গিয়েছিল। ওর প্যান্ট তখন প্রায় খুলে যাওয়ার অবস্থা। সেই অবস্থাতেই চলন্ত বাস থেকে লাফ দিয়েছিল।’ অদিতির প্রতিবাদের কথা শুনে তাকে তার মা পিঠ চাপড়েছিলেন।
আর একটি ঘটনা মুাম্বইয়ের লোকাল ট্রেনে। অদিতির কথায়, ‘লোকাল ট্রেনে যাতায়াত করতাম। ট্রেনের প্রথম শ্রেণিতে স্কুলের ছেলেদের যাতায়াতের অনুমতি ছিল। তখন আমি একাদশ শ্রেণিতে পড়ি। মহিলাদের কামরায় ১৮ বছরের নীচের পড়ুয়ারা উঠতে পারত, স্কুলের পোশাক পরা থাকলে।’
এমনই এক দিন স্কুলের পোশাকে একটি ছেলে মহিলা কামরায় ওঠে। দরজার কাছেই দাঁড়িয়েছিলেন অদিতি। সেই ছেলেটিও পাশেই ছিল। দাদর স্টেশন থেকে ট্রেন ছাড়তেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরেই আমার স্তন আঁকড়ে ধরেছিল ও। পরের স্টেশনেই নেমে গিয়ে পুলিশকে জানাই। তারা জিজ্ঞাসা করেছিল, কী হয়েছে? আমি জানাই, আাকে মানসিক ভাবে হেনস্থা করা হয়েছে। পাশেই ছেলেটি ছিল। আমি শনাক্ত করি। তার পরে পুলিশকে জানাই পুরো ঘটনা। কিন্তু পুলিশ আমার কাছেই প্রমাণ চেয়েছিল। ছেলেটি বয়সে দুই-তিন বছরের ছোট আমার। মহিলা পুলিশ কনস্টেবল এসে প্রশ্ন করলে সে অস্বীকার করে বিষয়টা। রাগ সামলাতে না পেরে যখন আমি মারতে যাই, পরিস্থিতি বেগতিক দেখে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে সে।’
অদিতিকে সর্বশেষ দেখা গেছে আশ্রম সিরিজের তৃতীয় সিজনে। সিরিজটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন ববি দেওল। প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন অদিতি।