14.5 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

ঘরে অদ্ভুত শব্দ শুনে ছুটে এলেন দেবর, ট্রাংকে মিলল ভাবির প্রেমিক

ঘরে অদ্ভুত শব্দ শুনে ছুটে এলেন দেবর, ট্রাংকে মিলল ভাবির প্রেমিক - the Bengali Times
সংগৃহীত ছবি

স্বামীর অবর্তমানে প্রেমিককে বাড়িতে ডেকেছিলেন তরুণী। শ্বশুরবাড়ির লোকজন টের পেতেই অর্ধনগ্ন অবস্থায় প্রেমিককে ট্রাংকের ভেতর লুকিয়ে রাখেন প্রেমিকা। সন্দেহ হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তরুণীর ঘরে তল্লাশি চালান। এক পর্যায়ে ট্রাংক খুলতেই দেখা যায়, অর্ধনগ্ন অবস্থায় তরুণীর প্রেমিক।

এরপর তাকে ধরে পিটুনি দেওয়া হয়।

- Advertisement -

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আগরায় ফতেহাবাদ থানা এলাকায়। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, তরুণীর স্বামী ট্রাক ড্রাইভার। কাজের সূত্রে তিনি প্রায়ই বাইরে থাকেন। ঘটনার রাতে তরুণীর স্বামী যখন বাইরে ছিলেন, তখন তরুণ তার বিবাহিত প্রেমিকার বাড়িতে লুকিয়ে ঢুকে পড়েন বলে অভিযোগ। তরুণীর দেবর তার ঘর থেকে অদ্ভুত শব্দ শুনে হতবাক হয়ে যান।

তিনি পরিবারের বাকি সদস্যদের ডেকে তোলেন। তরুণীর দরজায় কড়া নাড়েন পরিবারের সদস্যরা। ঘরে ঢুকে খুঁজতেই ট্রাংক থেকে বের করে আনা হয় প্রেমিককে। হইচই শুরু হতেই আশপাশ থেকে জড়ো হয় প্রতিবেশীরাও। তারাও তরুণকে মারধর করে বলে অভিযোগ।

প্রতিবেদনে আরো বলা হয়, ফতেহাবাদ পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রেমিককে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত প্রেমিক পুলিশকে জানিয়েছেন, প্রেমিকা নিজেই তাকে দেখা করার জন্য ডেকেছিলেন। ঘটনার ভিডিওটি ‘নিতিন সবরঙ্গি’ নামের একটি এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অনেক অ্যাকাউন্ট থেকে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার।

 

- Advertisement -

Related Articles

Latest Articles