
ব্যক্তিগত জীবনের কারণে তিনি বরাবরই উঠে এসেছেন খবরের শিরোনামে। তবে তার জীবনে অন্ধকার অধ্যায়ের পাশাপাশি সম্পর্ক নিয়েও কম জল্পনা ছিল না। স্ত্রী রিচা শর্মার সঙ্গে বিয়ে থেকে বিচ্ছেদ, আজও সিনেপাড়ার অন্দরে বহুল চর্চিত।
তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত।
বাবা সুনীল দত্ত এবং মা নার্গিস দত্ত, ফলে জন্ম সূত্রেই তিনি পরিচিত, কারণ তিনি স্টারকিড। সঞ্জয় ‘রকি’ সিনেমা দিয়ে ১৯৮১ সালে অভিনয়ে পা রাখেন, রাতারাতিই হয়ে ওঠেন সুপারস্টার।
একটি ম্যাগাজিনে রিচা শর্মার ছবি দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন সঞ্জয় দত্ত। এরপর ধীরে ধীরে প্রেম, এবং অবশেষে ১৯৮৭ সালে বিয়ে।
কিন্তু সুখের সংসার দীর্ঘস্থায়ী হয়নি।
বিয়ের কিছুদিন পরই রিচার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় নিউইয়র্কে, যেখানে তার পরিবার ছিল। চিকিৎসা চলার মাঝেই ছড়িয়ে পড়ে নতুন গুজব— সঞ্জয় নাকি অসুস্থ রিচাকে ছেড়ে দিয়েছেন।
এরপরই অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর সামনে আসে।
তবে এক পুরনো সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত স্পষ্ট করে জানিয়েছিলেন, তিনি স্ত্রীকে ছেড়ে যাননি বরং পরিবারের ‘অতিরিক্ত হস্তক্ষেপ’ই ছিল তাদের সম্পর্ক ভাঙনের আসল কারণ। রিচার বাবা-মা ও বোন তাকে নিয়ে নানা ভুল তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
সঞ্জয়ের কথায়, রিচার চিকিৎসার জন্য তার রোজগারের একটি বড় অংশ খরচ হয়ে গিয়েছিল। তিনি নিজের কাজ ফেলে আমেরিকায় উড়ে গিয়েছিলেন স্ত্রীকে দেখতে।
এই গুজবও ছড়িয়েছিল যে, রিচা অসুস্থ হওয়ার কারণে যখন তার মাথার চুল কমতে শুরু করে, সঞ্জয় তাকে প্রকাশ্যে আনতে চাইতেন না। এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সঞ্জয় বলেন, ‘আমি সেই মানুষ নই যে স্ত্রীর চুল উঠে গেলে ভালোবাসা হারিয়ে ফেলব।’ বরং স্ত্রীর পাশে থাকার চেষ্টা করেছিলেন বলেই জানান অভিনেতা।