
কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর শুক্রবার স্বার্থের দ্বন্দ্ব আইন সংশোধনের অঙ্গীকার করেছেন, যাতে করে দলের নেতৃত্বপ্রত্যাশী প্রার্থীদেরকেও পূর্ণ মন্ত্রীদের মতো আর্থিক হিসাব প্রকাশ করা হয়। পয়লিয়েভর এটাকে বলছেন ‘কারনি ফোকর’।
এই পরিবর্তনের ফলে নেতৃত্বপ্রত্যাশী সব প্রার্থী তাদের আর্থিক হিসাব প্রার্থী হওয়ার ৩০ দিনের মধ্যে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ও এথিকস কমিশনারের কাছে প্রকাশ করবে। কানাডিয়ানদের জন্য ৬০ দিনের জন্য তা প্রকাশ্যে থাকবে।
এ ছাড়া সংশোধিত আইনে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ও তাদের মন্ত্রিসভার সদস্যরা স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করে এমন সম্পদ বিক্রি করে দেবেন, যাতে করে রাজনীতিবিদরা রাজনৈতিক কার্যালয়কে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করতে না পারেন। কনজার্ভেটিভ পার্টির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে।
টোরিরা মার্ক কাননির বিরুদ্ধে দেশের ইথকস আইনের ফাঁক-ফোকর নিজের স্বার্থে ব্যবহারের অভিযোগ করেছে। কারণ, তিনি নিজ উদ্যোগে আর্থিক স্বার্থের কথা প্রকাশ করেননি।
টরন্টোতে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে পয়লিয়েভর বলেন, আজ সঠিক কাজ করতে মি. কারনিকে বাধা দেওয়ার মতো কোনো আইন নেই। তিনি স্বপ্রণোদিত হয়ে তার সম্পদের তথ্য প্রকাশ করতে পারেন।
কারনির ক্যাম্পেইনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী হলে তিনি প্রযোজ্য এথিকস আইনের বেশি কিছু করার অঙ্গীকার করেছেন। কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অ্যান্ড এথিকস কমিশনারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে, যাতে করে এখনই সঠিক সব উদ্যোগ গ্রহণ করা যায়।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.