
মার্চে টানা ষষ্ঠ মাসের মতো দাবি করা গড় বাড়ি ভাড়া হ্রাস পেয়েছে। মাসটিতে দাবিকৃত গড় মাসিক বাড়ি ভাড়া ছিল ২ হাজার ১১৯ ডলার।
রেন্টালসডটসিএ এবং আরবানেশনের সরবরাহকৃত উপাত্ত অনুযায়ী, গত মাসে বাড়ি ভাড়া ২০২৪ সালের একই সময়ের চেয়ে কম ছিল ২ দশমিক ৮ শতাংশ। মাসিকভিত্তিতে মার্চে গড় বাড়ি ভাড়া ফেব্রুয়ারির তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি ছিল। গত বছরের সেপ্টেম্বরের পর এটাই প্রথম বৃদ্ধি।
সাম্প্রতিক মাসগুলোর তুলনায় মার্চে ভাড়াটিয়ারা বেশি সক্রিয় ছিলেন। এর কারণ সম্ভবত ক্রয়ক্ষমতার উন্নতি। বাণিজ্য যুদ্ধের কারণে অর্থনীতিতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব ও কর্মসংস্থান হারানোর কারণে স্বল্পমেয়াদে বাড়ি ভাড়ার ওপর নিম্নমুখী চাপ অব্যাহত থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় দাবিকৃত গড় বাড়ি ভাড়া এখনো পাঁচ বছর আগের তুলনায় ১৭ দশমিক ৮ শতাংশ বেশি। ওই সময় অর্থাৎ ২০২০ সালের মার্চে কোভিড-১৯ মহামারি চলছিল।
মার্চে পারপাস-বিল্ট বাড়ির ভাড়া এক বছর আগের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কমে গড়ে ২ হাজার ৮৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে কন্ডোমিনিয়ামের ভাড়া ৩ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে গড়ে ২ হাজার ২৩২ ডলারে। টাউনহোমের ভাড়া ৫ দশমিক ৬ শতাংশ কমে ২ হাজার ১৮৬ ডলারে দাঁড়িয়েছে।
বাড়ি ভাড়া সবচেয়ে বেশি কমেছে অন্টারিওতে। অ্যাপার্টমেন্ট ও কন্ডোর ভাড়া ৩ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়ে মার্চে গড়ে ২ হাজার ৩২৭ ডলারে দাঁড়িয়েছে। এরপর সবচেয়ে বেশি কমেছে কুইবেকে ২ দশমিক ৫ শতাংশ। মার্চে প্রদেশটিতে মাসিক বাড়ি ভাড়া ছিল গড়ে ১ হাজার ৯৪৯ ডলার।
এ ছাড়া ব্রিটিশ কলাম্বিয়ায় বাড়ি ভাড়া গড়ে দশমিক ৬ শতাংশ কমে মার্চে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮০ ডলার এবং আলবার্টায় দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ ডলার।
বার্ষিক বাড়ি ভাড়া বৃদ্ধিতে নেতৃত্বে রয়েছে সাস্কেচুয়ান। প্রদেশটিতে বাড়ি ভাড়া ৩ শতাংশ বেড়ে মার্চে দাঁড়িয়েছে গড়ে ১ হাজার ৩৩৬ ডলার। এ ছাড়া নোভা স্কশিয়ায় ২ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ ডলার এবং ম্যানিটোবায় ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯২ ডলারে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.