16.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

টানা ষষ্ঠ মাসের মতো কমেছে বাড়ি ভাড়া

টানা ষষ্ঠ মাসের মতো কমেছে বাড়ি ভাড়া - the Bengali Times
মার্চে টানা ষষ্ঠ মাসের মতো দাবি করা গড় বাড়ি ভাড়া হ্রাস পেয়েছে

মার্চে টানা ষষ্ঠ মাসের মতো দাবি করা গড় বাড়ি ভাড়া হ্রাস পেয়েছে। মাসটিতে দাবিকৃত গড় মাসিক বাড়ি ভাড়া ছিল ২ হাজার ১১৯ ডলার।

রেন্টালসডটসিএ এবং আরবানেশনের সরবরাহকৃত উপাত্ত অনুযায়ী, গত মাসে বাড়ি ভাড়া ২০২৪ সালের একই সময়ের চেয়ে কম ছিল ২ দশমিক ৮ শতাংশ। মাসিকভিত্তিতে মার্চে গড় বাড়ি ভাড়া ফেব্রুয়ারির তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি ছিল। গত বছরের সেপ্টেম্বরের পর এটাই প্রথম বৃদ্ধি।

- Advertisement -

সাম্প্রতিক মাসগুলোর তুলনায় মার্চে ভাড়াটিয়ারা বেশি সক্রিয় ছিলেন। এর কারণ সম্ভবত ক্রয়ক্ষমতার উন্নতি। বাণিজ্য যুদ্ধের কারণে অর্থনীতিতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব ও কর্মসংস্থান হারানোর কারণে স্বল্পমেয়াদে বাড়ি ভাড়ার ওপর নিম্নমুখী চাপ অব্যাহত থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় দাবিকৃত গড় বাড়ি ভাড়া এখনো পাঁচ বছর আগের তুলনায় ১৭ দশমিক ৮ শতাংশ বেশি। ওই সময় অর্থাৎ ২০২০ সালের মার্চে কোভিড-১৯ মহামারি চলছিল।

মার্চে পারপাস-বিল্ট বাড়ির ভাড়া এক বছর আগের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কমে গড়ে ২ হাজার ৮৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে কন্ডোমিনিয়ামের ভাড়া ৩ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে গড়ে ২ হাজার ২৩২ ডলারে। টাউনহোমের ভাড়া ৫ দশমিক ৬ শতাংশ কমে ২ হাজার ১৮৬ ডলারে দাঁড়িয়েছে।

বাড়ি ভাড়া সবচেয়ে বেশি কমেছে অন্টারিওতে। অ্যাপার্টমেন্ট ও কন্ডোর ভাড়া ৩ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়ে মার্চে গড়ে ২ হাজার ৩২৭ ডলারে দাঁড়িয়েছে। এরপর সবচেয়ে বেশি কমেছে কুইবেকে ২ দশমিক ৫ শতাংশ। মার্চে প্রদেশটিতে মাসিক বাড়ি ভাড়া ছিল গড়ে ১ হাজার ৯৪৯ ডলার।

এ ছাড়া ব্রিটিশ কলাম্বিয়ায় বাড়ি ভাড়া গড়ে দশমিক ৬ শতাংশ কমে মার্চে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮০ ডলার এবং আলবার্টায় দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ ডলার।

বার্ষিক বাড়ি ভাড়া বৃদ্ধিতে নেতৃত্বে রয়েছে সাস্কেচুয়ান। প্রদেশটিতে বাড়ি ভাড়া ৩ শতাংশ বেড়ে মার্চে দাঁড়িয়েছে গড়ে ১ হাজার ৩৩৬ ডলার। এ ছাড়া নোভা স্কশিয়ায় ২ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ ডলার এবং ম্যানিটোবায় ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯২ ডলারে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles