
ফেব্রুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত নির্বাচনে ডগ ফোর্ডের প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টি জয়ী হওয়ার পর ১৪ এপ্রিল আইনসভার ৪৪তম অধিবেশন বসতে যাচ্ছে। জানুয়ারির শেষ দিকে আগাম নির্বাচনের ডাক দেন ফোর্ড। এ সময় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে হলে শক্তিশালী জনাদেশ প্রয়োজন তার।
এবারের নির্বাচনে তার দল ৮০টি আসন পেয়েছে, ২০২২ সালের নির্বাচনের চেয়ে যা দুইটি কম। ফোর্ড সম্প্রতি বলেছেন, কানাডিয়ান পণ্যের ওপর ট্রাম্পের শুল্কের ব্যাপারে পদক্ষেপ নিতে আইনসভার অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই।
প্রদেশ বলেছে, ফোর্ড এবং তার নির্বাহী পরিষদ লেফটেন্যান্ট গভর্নর এডিথ ডামোন্টের কাছে ১৯ মার্চ শপথ নেবেন। ১৫ এপ্রিল ভাষণে লেফটেন্যান্ট গভর্নর সরকারের পরিকল্পনা ও অগ্রাধিকারের রূপরেখা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।