
ল্যান্ড ফোন নিয়ে বসে আছি, ভাষার সৌরভ ছড়াবে কেউ
ডাকবাক্সে মাকড়সা জাল,
প্রাপকের হল্ডিংয়ে কতকাল আসে না
রানারের ঝুলি।
উঠানে টানানো দড়িতে ঝুলে থাকে আধা ভেজা শাড়ি,
শাড়ির ছাপাফুলের মৃদু গন্ধ এখনো… আছে।
.
নবান্নের মতো রেডিও-র লাইসেন্স নবায়ন জরুরি, জেনেও
অবসরপ্রাপ্ত খড়মের মতো হেঁটে যাবে সূর্যাস্তের ওপারে।
.
সচল অথবা অচল কয়েন কিংবা কলম-কাহিনী
একই সূত্রে গাঁথা ছাপাফুল-
যে ভাবে গ্রন্থিত ল্যান্ডফোন, মাকড়সার বাসা, খড়ম,
এবং খাগড়াছড়ি।
.
বায়োস্কোপের এনালগ নায়িকা এখন প্লে বয়’এর প্রচ্ছদ।
শাড়ির ছাপাফুলের মৃদু গন্ধে
ল্যান্ড ফোন নিয়ে বসে থাকি
ইস্টইয়র্ক, কানাডা