11.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

শ্রাবন্তীর সঙ্গে লামিয়ার শেষ কথা, ‘আমার সাথে খালি খারাপই হইছে’

শ্রাবন্তীর সঙ্গে লামিয়ার শেষ কথা, ‘আমার সাথে খালি খারাপই হইছে’ - the Bengali Times
সংগৃহীত ছবি

ধর্ষণের ঘটনার পর জুলাই আন্দোলনে শহিদ জসীম উদ্দিনের মেয়ে লামিয়া (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টায় শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

লামিয়া আত্মহত্যা করার আগে তার সঙ্গে সময় কাটিয়েছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য সাবরিনা আফরোজ শ্রাবন্তী। লামিয়ার সঙ্গে কাটানো সেই সময়ের বর্ণনা তুলে ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

- Advertisement -

ওই পোস্টে সাবরিনা আফরোজ শ্রাবন্তী লিখেন, ‘জুলাই শহীদ জসিম ভাইয়ের মেয়ে কিছুক্ষণ আগে আত্মহত্যা করেছে। বাচ্চাটি কিছুদিন আগে বাবার কবর জিয়ারত করার পথে ধর্ষণের শিকার হয়। এই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি সে। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? আজকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমি তাদের বাসায় ছিলাম! আমি গল্প করলাম তাদের সাথে, একসাথে খাটে বসে চানাচুরের বাদাম বেছে বেছে খেলাম দুজন মিলে!’

তিনি আরো লিখেন, ‘বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় লামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল! বলল, আল্লাহ যা করে, সেটা নাকি ভালোর জন্যেই করে।

আমার কি ভালো করসে বলতে পারেন? আমার সাথে খালি খারাপই হইসে! আমি জবাবে বললাম- আল্লাহ ভরসা! তুমি পরীক্ষার প্রস্তুতি নাও। আর ওসব নিয়ে ভাববা না, একটা ছোট্ট এক্সিডেন্ট এটা, মানুষের যেমন হাত-পা ভাঙে, ঠিক তেমন! আমাকে সে কথা দিল ঠিক করে পড়াশোনা করবে, কোনো দরকারে আমাকে কল দিবে! কিন্তু কি হয়ে গেল! কেন হলো জানেন?’

এ বাড়ি থেকে দুকথা, ও বাড়ি থেকে দুকথা, ফিসফিসানি, সুযোগ বুঝেই নোংরা তকমা-এগুলো বাচ্চাটি নিতে পারেনি উল্লেখ করে পোস্টে শ্রাবন্তী লিখেন, ‘কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে এসব। তার মা এবং তার পরিবার এসব থেকে ক্রমাগত পালিয়ে বেড়াচ্ছিল! তার মা আমাকে আজকে বলেছিল, ওর ইন্টার পরীক্ষা শেষ হলে তারা সবাই মিলে অনেক দূরে চলে যাবে, যেখানে কেউ তাদের চিনবে না, আঙুল তুলে কথা বলতে পারবে না!’

সবশেষে তিনি লিখেন, ‘শোনেন, লামিয়ার মৃত্যুর জন্য শুধুমাত্র ওর ধর্ষণকারীরা নয়, আপনারা যারা তার চরিত্রের দিকে আঙুল তুলেছেন, তারাও সমানভাবে দায়ী। আপনারাও অপরাধী।

একজন মেয়ের কন্সেন্ট-এর বিরুদ্ধে কিছু হয়ে থাকলে সেখানে মেয়েটার অপরাধ কি বলতে পারেন?’

- Advertisement -

Related Articles

Latest Articles