10.7 C
Toronto
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

প্রবাসীর টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও স্ত্রী, দিলেন তালাক

প্রবাসীর টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও স্ত্রী, দিলেন তালাক - the Bengali Times
রানী বেগম

নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন আমিনুর মোল্যা নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী।আমিনুর মোল্যার বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে। এ ঘটনায় অভিযুক্ত রানী বেগমসহ দুজনের বিরুদ্ধে ফরিদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৮ নম্বর আমলি আদালত) মামলা করেছেন ভুক্তভোগীর ভাই নজরুল মোল্যা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের রায়বর গ্রামের বাসিন্দা আমিনুর মোল্যা। ২২ বছর আগে আমিনুরের সঙ্গে রানী বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান আমিনুর। প্রায় ১৩ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত।

- Advertisement -

গত ১০ এপ্রিল প্রবাসী আমিনুরের জমানো সাত লাখ টাকা ও আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে উধাও হন রানী বেগম। এরপর থেকে প্রায় ১৭ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

এদিকে, নিখোঁজ হওয়ার কিছুদিন পর রানী বেগম প্রবাসী স্বামীকে একতরফা তালাক দেন। তালাকনামায় সাক্ষী ছিলেন বোয়ালমারী উপজেলা সদরের ছোলনা গ্রামের মাহবুব এবং শিবপুর গ্রামের রাফি শেখ।

মোবাইল ফোনে ভুক্তভোগী আমিনুর মোল্যা অভিযোগ করে বলেন, ‌‘আমার সুখের সংসার ছিল। ১২ বছরের ছেলেকে ফেলে আমার স্ত্রী কষ্টার্জিত টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তাকে আটক করে আমার অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের ব্যবস্থা করা হোক।’

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আদালত থেকে মামলার নথি থানায় এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

- Advertisement -

Related Articles

Latest Articles