5.8 C
Toronto
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

পোশাক খুলে সামনে বসতে বলেছিলেন সাজিদ খান

পোশাক খুলে সামনে বসতে বলেছিলেন সাজিদ খান - the Bengali Times
নবীনা ও সাজিদ খান ছবি সংগৃহীত

নবীনা বোলে ছোট পর্দার জনপ্রিয় মুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি জানান যে, তিনি কখনওই সাজিদ খানের মুখোমুখি হতে চান না। তিনি অভিযোগ করেন যে, সাজিদ খান নাকি একবার তাঁকে পোশাক খুলে, শুধুমাত্র অন্তর্বাস পরে তাঁর সামনে বসতে বলেছিলেন।

শুভজিৎ ঘোষকে দেওয়া এক সাক্ষাৎকারে নবীনা এই প্রসঙ্গে বলেন, ‘একজন খুব খারাপ মানুষ আছে, যার সঙ্গে আমি কখনও দেখা করতে চাই না। সেই লোকটি হল সাজিদ খান। মহিলাদের অসম্মান করার ক্ষেত্রে সে সমস্ত সীমা অতিক্রম করেছে।’

- Advertisement -

নবীনা জানান, সাজিদ খান ‘হেই বেবি’তে কাজ করার সময় একবার তাঁকে ডেকে ছিলেন। তারপর অভিনেত্রীকে সাজিদ যা করতে বলেন তাতে রীতিমতো অপমানিত বোধ করেন নায়িকা। তাঁর কথায়, ‘যখন আমি ওর ফোন পেলাম, তখন আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। তারপর ওর সঙ্গে দেখা হতে ও আমাকে বলে, তুমি তোমার পোশাক খুলে, অন্তর্বাস পরে বসো, আমি দেখতে চাই তুমি কতটা স্বাচ্ছন্দ্য। এটা ২০০৪ বা ২০০৬ সালের কথা, তখন আমি গ্ল্যাডর‍্যাগসে (একটি ভারতীয় ফ্যাশন প্রতিযোগিতা) অংশগ্রহণ করেছিলাম।’

নবীনা জানান, সাজিদ খানের সঙ্গে এই সাক্ষাৎ তাঁর অফিসে নয়, বরং তাঁর বাড়িতে হয়েছিল। তবে সেদিন সৌভাগ্যবশত নায়িকার সঙ্গে একজন ছিলেন, তিনি নবীনার জন্য সাজিদের বাড়ির নীচে অপেক্ষা করছিলেন। নবীনা বলেন, ‘সাজিদ আমাকে বলেছিল, তুমি তো বিকিনি পরে মঞ্চে উঠেছিলে, তাহলে এখন কোথায় সমস্যা?’ ওর ভাষায়, সবই নাকি স্তন আর পশ্চাৎদেশের ব্যাপার। আমায় শান্ত হয়ে বসতে বলেন। আমি কী বলবো বুঝতে পারছিলাম না, তাই বলি যে, যদি তুমি এটাই চাও, তাহলে আমি বাড়ি গিয়ে বিকিনি পরবো, কিন্তু এখানে বসে পোশাক খুলতে পারছি না। তারপর আমি কোনওভাবে ওর বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম।এরপর ও আমাকে কমপক্ষে ৫০ বার ফোন করেছিল, জিজ্ঞাসা করেছিল আমি কেন আসছি না, আমি কোথায়?’

নবীনা আরও বলেন, ‘যখন আমি মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, তখন আবার সাজিদ খানের কাছ থেকে ফোন পাই। সাজিদ খান জিজ্ঞাসা করেছিল, আমি কী করছি? একটা চরিত্রের জন্য নাকি ওর আমার সঙ্গে দেখা করার ছিল। তখন আমার মনে হয় যে, এই লোকটি নিশ্চয় এত মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে যে ওর মনেও নেই যে এক বছর আগে ও আমাকে নিজের বাড়িতে ডেকে কী খারাপ ব্যবহার করেছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles