18.6 C
Toronto
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

পালিয়ে ৩০ বছরের নাতিকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব মহিলা, এরপরই আগের পক্ষের স্বামী-সন্তানদের হত্যার পরিকল্পনা!

পালিয়ে ৩০ বছরের নাতিকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব মহিলা, এরপরই আগের পক্ষের স্বামী-সন্তানদের হত্যার পরিকল্পনা! - the Bengali Times
ছবি সংগৃহীত

অবাক কাণ্ড। উত্তরপ্রদেশে ৩০ বছরের নাতিকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব মহিলা। স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতেই তাঁর এই পদক্ষেপ বলে দাবি করেছেন ইন্দ্রাবতী। তবে, এখানেই শেষ নয়। থানা-পুলিশ শেষে নাতির সঙ্গে বসেই বয়স্ক স্বামী ও সন্তানদের হত্যার তোড়জোড় করেছিলেন মহিলা। শেষপর্যন্ত স্ত্রীকে ইন্দ্রাবতীকে হারিয়ে তাঁর পারলৌকিক ক্রিয়ায় প্রস্তুতি নিয়েছেন আগের পক্ষের স্বামী।

ইন্দ্রাবতীর, চার সন্তান। দুই ছেলে এবং দুই মেয়ে। সেই মহিলা নিজের পুরো পরিবার ত্যাগ করে নাতি আজাদকে বিয়ে করলেন। তাঁদের বিয়ে হয় গোবিন্দ সাহেব মন্দিরে। সেখানেই সিঁদুরদান, সাতপাক ঘুরে ঠাকুমা-নাতি স্বামী-স্ত্রীর বন্ধনে আবদ্ধ হন। এরপরই তাঁরা গ্রাম থেকে উধাও হয়ে যান।

- Advertisement -

জানা যায়, আম্বেদকরনগরে থাকতেন নবদম্পতি। ইন্দ্রাবতী এবং আজাদ, সম্পর্কের ঠাকুমা-নাতি হলেও, তাঁরা বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক বন্ধনে ছিলেন। তাঁদের মধ্যে ঘন ঘন দেখা হত। কিন্তু, কেউ কখনও তাঁদের প্রেমকে সন্দেহের চোখে দেখেনি।

পালিয়ে যাওয়ার চার দিন আগে, ইন্দ্রাবতীর স্বামী চন্দ্রশেখর অবশ্য তাঁদের গোপনে কথা বলতে দেখেন। তখন তাঁর সন্দেহ হয়। তাঁদের সম্পর্কের কথা জানতে পারে চন্দ্রশেখর, তার বিরোধিতা করেন। স্ত্রীকে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি করানোর চেষ্টা করেন বৃদ্ধ। কিন্তু, ইন্দ্রাবতী এবং তাঁর প্রেমিক নাতি কোনও কথা শুনতেই রাজি ছিলেন না।

উপায় না দেখে চন্দ্রশেখর বিষয়টি সমাধানের জন্য পুলিশের দ্বারস্থ হন। তবে, পুলিশ অভিযোগ দায়ের করতে চায়নি, কারণ ইন্দ্রাবতী এবং আজাদ উভয়ই প্রাপ্তবয়স্ক ছিলেন এবং তাঁদের সঙ্গী বেছে নেওয়ার অধিকার ছিল।

জানা যায়, ইন্দ্রাবতী তাঁর বর্তমান স্বামী আজাদের সঙ্গে ষড়যন্ত্র করে আগের স্বামী চন্দ্রশেখর ও সন্তানদের বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিলেন।

চন্দ্রশেখর জানিয়েছেন যে, ইন্দ্রাবতী তাঁর দ্বিতীয় স্ত্রী। তিনি ঘন ঘন কাজের জন্য বাড়ি থেকে দূরে যাতায়াতের ফলে ইন্দ্রাবতী এবং আজাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়।

ইন্দ্রাবতীর বিশ্বাসঘাতকতায় বিধ্বস্ত, চন্দ্রশেখর নিজের স্ত্রীকে মৃত ঘোষণা করতে তেরাহভি (কারো মৃত্যুর ১৩ তম দিনে করা একটি হিন্দু পারলৌকিক ক্রিয়া) করার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র : আজকাল

- Advertisement -

Related Articles

Latest Articles