22.1 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

আমাকে খোলামেলা পোশাকে দেখার এতো ইচ্ছা কেন: শবনম ফারিয়া

আমাকে খোলামেলা পোশাকে দেখার এতো ইচ্ছা কেন: শবনম ফারিয়া - the Bengali Times
শবনম ফারিয়া

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অন্য নারীর ছবির ওপর অভিনেত্রীর ছবি বসিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা নিয়ে প্রায়ই বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েন তারকারা। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে শবনম ফারিয়ার সঙ্গেও। এরপর অভিনেত্রী তার ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেন।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে এ অভিনেত্রী ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিশ্চিত করেছেন বিষয়টি।

- Advertisement -

শবনম ফারিয়া লিখেছেন, ‘এবার এক গণ্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছেন। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এতো কষ্ট করে এডিট করে!’

অভিনেত্রী আরও লেখেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দিই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’

- Advertisement -

Related Articles

Latest Articles