
প্রবাসী নারীদের প্রেমের ফাঁদে ফেলে কৌশলে আপত্তিকর ছবি সংগ্রহ করে তা ইউটিউব চ্যানেলে প্রচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৪। তার নাম আফছার আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা এএসপি মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার যুবক আগে গাড়িচালক হিসেবে কাজ করত। পরে সে ইউটিউব চ্যানেল খোলে। মূলত সে প্রবাসী নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভিডিওকলে কথা বলত। একপর্যায়ে সে বিভিন্নভাবে ফুসলিয়ে তাদের নগ্ন অবস্থায় কথা বলার অনুরোধ জানাত। কেউ তার ফাঁদে পা দিলে সে ভিডিওর স্ক্রিনশট নিয়ে রাখত। পরে প্রচুর ভিউ পাওয়ার জন্য সেই স্ক্রিনশটগুলো নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে ব্যবহার করত। এভাবে সে অনলাইনে প্রচুর অর্থ উপার্জন করে আসছিল বলে স্বীকার করেছে।
র্যাব জানায়, লোকজনের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে এর অংশবিশেষ নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করত আফছার। এ ছাড়া গুগল, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিও ডাউনলোড করে তা এডিট করে আপত্তিকর ছবি বা ভিডিও সংযোজন করেও প্রচার করত। সে টাকার বিনিময়ে লোকজনের পাঠানো ভিডিও এডিট করে তাতে আপত্তিকর ছবি ও ভিডিও সংযোজন করে দিত।
গত ১৩ ডিসেম্বর এক ভুক্তভোগীর অভিযোগ তদন্তে নেমে তাকে শনাক্ত করে র্যাব। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ক্যামেরা স্ট্যান্ড, দুটি লাইট স্ট্যান্ড, একটি মাউথ স্ট্যান্ড, একটি প্রফেশনাল লাইট, একটি রাউটার, দুটি মাউথপিস, একটি ভিডিও ছাতা, তিনটি পর্দা এবং ১০০টি ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে।