9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সামান্থার ‘আপত্তিকর দৃশ্যে’ অভিনয় কাল হয়ে দাঁড়ালো?

সামান্থার ‘আপত্তিকর দৃশ্যে’ অভিনয় কাল হয়ে দাঁড়ালো? - the Bengali Times
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের দুই তারকা সামান্থা ও নাগার বিবাহ বিচ্ছেদ অনুরাগীদের হতাশ করেছিলো

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের দুই তারকা সামান্থা ও নাগার বিবাহ বিচ্ছেদ অনুরাগীদের হতাশ করেছিলো। বিবাহ বিচ্ছেদের কারণ খুঁজে বের করতে গণমাধ্যম জুড়ে চলে চুলচেরা বিশ্লেষণ। একাধিক সাক্ষাৎকারে সামান্থা এ বিষয়ে মন্তব্য করলেও মুখ বন্ধ রেখেছেন নাগা।

শোনা যাচ্ছে সামান্থার খোলামেলা অভিনয় বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ। সামান্থার দাম্পত্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তার পেশা।

- Advertisement -

নাগা এবং তার পরিবার চাননি সামান্থা কোনও সিনেমায় আপত্তিকর চরিত্রে বা ‘আইটেম’ গানে কাজ করুক। তবে বিয়ের পরেও তিনি পছন্দ মতো চরিত্রেই কাজ করে যাচ্ছিলেন সামান্থা।

‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনে সামান্থার যৌনদৃশ্য চমকে দেয় নাগা ও তার মা-বাবাকে। তার পরেই তারা অভিযোগ করেন সামান্থা তাদের ঠকিয়েছেন। এ থেকেই সম্পর্কে ফাটল শুরু হয় সামান্থা-নাগার।

সমালোচকদের মন্তব্য, সামান্থা নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। সেই কারণেই গর্ভপাত করেন। যদিও তার বিরুদ্ধে ওঠা এমন সব অভিযোগকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন সামান্থা নিজে। ইনস্টাগ্রামে একটি স্টোরিতে এক বিবৃতিতে সামান্থা জানান, তার ওপর ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হয়েছে। এতে তিনি ভেঙে পড়বেন না।

এই আলোচনা- সমালোচনার মধ্যেই অল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রীকে।

- Advertisement -

Related Articles

Latest Articles