
বলিউডের থেকে দূরত্ব বজায় রেখে চলেন শহীদ কাপুর ঘরনি মীরা রাজপুত কাপুর। অভিনয়ে তাঁর আগ্রহ নেই, তবে মীরা ফ্যাশনিস্তা হিসেবে বেশ পরিচিত। গ্ল্যামার আর ফ্যাশনের মামলায় অনায়াসেই যে কোনও নায়িকাকে টক্কর দিতে পারেন তিনি। শহীদ ঘরনির নিজেরও আলাদা পরিচয় আছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মীরা। দুই সন্তানের মা হয়েও নিজেকে দারুণ মেনটেইন করেন তিনি।
সম্প্রতি সমাজিক মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করেছেন মীরা। ফ্লোরাল আউটফিটে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কাঁধে কালো স্লিং ব্যাগ নিয়েছেন। পনি টেইল করে বাঁধা চুল। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো’। স্ত্রী মীরার পোস্টে মজার ছলে কমেন্ট করেন শহীদ। লেখেন, ‘শুনতে পাচ্ছো আমাকে?’ নেটমাধ্যমে মীরার অনুরাগীরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে।
২৬ বছরের মীরার এই লুক নজর কেড়েছে নেটিজেনের। শহীদ ঘরনির এই ছবি অন্তর্জালে রীতিমতো ভাইরাল। মীরার এই লুক সম্পর্কে আপনার কী মতামত?
একজন প্রতিভাবান কিন্তু অসফল ক্রিকেটারের গল্প পর্দায় তুলে ধরবেন অভিনেতা শহীদ কাপুর। সৌজন্য তাঁর আসন্ন ছবি ‘জার্সি’। গৌতম তিন্নানাউরি পরিচালিত জার্সি একই নামের তেলুগু ছবির রিমেক এই ছবি। ছবিতে শহীদের বিপরীতে অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর। চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। ভারতের পাশাপাশি বিদেশেও মুক্তি পাবে ‘জার্সি’।