
সাশ্রয়ী আবাসন নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আমন্ত্রণ জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। সম্মেলনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি বলেছেন, বাড়ির মালিক হতে যে উচ্চ ব্যয় করতে হয় তা নিরসনে ফেডারেল সরকারের সহায়তা প্রয়োজন।
মিউনিসিপাল অ্যাফেয়ার্স মন্ত্রী স্টিভ ক্লার্ক, সব মেয়র ও বড় শহরগুলোর আঞ্চলিক চেয়ারম্যানদের ১৬ ডিসেম্বর প্রিমিয়ার ডগ ফোর্ডের সঙ্গে বৈঠক করার কথা। ডগ ফোর্ড বলেন, সম্মেলনে তার উদ্দেশ্য সাশ্রয়ী আবাসন সংকট নিরসনের চেষ্টা করা, যাতে আরও বেশি সংখ্যক পরিবার বাড়ির মালিক হতে পারে।
অন্টারিওর প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হাউজিং অ্যাফোর্ডেবিলিটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। তারাও বিষয়টি খতিয়ে দেখবে।
আমন্ত্রণের বিষয়ে ট্রুডোর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি।