
কানাডা রাজধানী অটোয়া কর্তৃক ১৬ ডিসেম্বরকে বাংলাদেশ বিজয় দিবস ঘোষণা। অটোয়া সিটি ১৬ ডিসেম্বর কে বাংলাদেশ বিজয় দিবস ঘোষণা করে একটি ঘোষণাপত্র বেঙ্গলি কমিউনিটি সার্ভিস সেন্টার (বিসিএসসিসি) কে প্রদান করেন। ঘোষণা পত্রটি সিটি মেয়র জিম ওয়াটসন পক্ষ থেকে আর্নল্ড ম্যাকলিন, চিপ অফ প্রটোকল অফিসার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার চন্দ্রজীত সরকার গ্রহণ করেন।
আরো উপস্থিত ছিলেন হাই কমিশনার কাউন্সিলর অপর্ণা রাণী পাল, বেঙ্গলি কমিউনিটি সেন্টার এর প্রেসিডেন্ট ওমর সেলিম শের, ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিন খান, সেক্রেটারি জেনারেল আবু সাইফুদ্দিন, এঅ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রাহুল দেব এবং ইয়ুথ ডিরেক্টর আরিব সাইফুদ্দিন সহ অনেকে।