
টিমোথি উইয়ার ছবি সংগৃহীত
আম্পায়ারকে হত্যার হুমকি দিয়ে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের ঘরোয়া লেভেলের ক্রিকেটার টিমোথি উইয়ার।
ক্রিকেটকে বলা হয় ভদ্র লোকের খেলা। তবুও এখানে মাঝেমাঝে এমন ঘটনা ঘটে যাকে ভদ্র লোকের খেলা অভিধায় ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়ে। এমনই এক কাণ্ড ঘটিয়েছেন টিমোথি।
ঘটনা গত ৪ ডিসেম্বরের। উইয়ার সেদিন খেলছিলেন হাইস্কুল ওল্ড বয়েস ক্রিকেট ক্লাবের বিপক্ষে। সেই ম্যাচে নাকি একটি সিদ্ধান্ত উইয়ারের দলের বিপক্ষে যায়। যে কারণে ম্যাচ শেষে আম্পায়ারকে হত্যার হুমকি দেন তিনি। এরপর আম্পায়ার অভিযোগ তুললে তদন্ত শুরু হয়।
স্বাধীন বিচার বিভাগীয় প্যানেলের মাধ্যমে তদন্তে উইয়ারকে দোষী বলে সাব্যস্ত করা হয়। সিদ্ধান্ত দেওয়া হয়, উইয়ার ক্রিকেটের লেভেল-৪ ভঙ্গ করেছেন। ফলে দ্য পোভার্টি বে ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে আজীবন নিষিদ্ধ করার রায় দেয়।
উইয়ার অভিযোগ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি। তবে তার সামনে ছিল না আপিল করার সুযোগ। অপরাধটি গুরুতর হওয়ায় অন্য ক্রিকেটারদের মতো আপিল করতে পারেননি তিনি।