17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এই মুড়ো ছাড়ি গেলে

এই মুড়ো ছাড়ি গেলে - the Bengali Times
কল্পনা চাকমা

ঝিমিত ঝিমিত জুনি জ্বলে / মুড়োর দেজর দেবার তলে/ এই মুড়ো জনম আমার, এই মুড়ো মরন/ এই মুড়ো ছাড়ি গেলে/ ন’বাঁচিব জীবন…

( চাকমা ভাষার গান)

- Advertisement -

বাংলা অর্থ দাঁড়ায়, ঝিকমিকি জোনাকী জ্বলছে ওই দেখ আমার পাহাড়ের দেশে, এই পাহাড়েই আমার জন্মমৃত্যূ, পাহাড় ছেড়ে গেলে আমি কি করে বাঁচবো বলো?

আহা কি চমৎকার সুর ও কথামালা। হ্রদয়ের গভীর থেকে উঠে আসা আদিবাসীদের গান। সত্যি তো পাহাড়ি জনপদ ছেড়ে এ সহজ সরল মানুষগুলো বাচঁবে কি করে?

রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংগালি সেটেলারদের হাতে জমি দখল, পাহাড় দখল, নিপীড়নে বিরুদ্ধে পাহাড়ি আদিবাসীদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন পার্বত্য চট্টগ্রামের হিল উইমেনস ফেডারেশনের অর্গানাইজিং সেক্রেটারি কল্পনা চাকমা। আর এটাই হয়েছিল কল্পনার জন্য কাল।

আজ থেকে ২৫ বছর আগে, ১৯৯৬ সালের এই দিনে গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়িতে নিজের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় কল্পনা চাকমাকে। এরপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। এ ঘটনায় রাস্ট্র, নিরাপত্তাবাহিনী কেউ তার দায় এড়াতে পারে না। পরিবার পরিজন এখনো অপেক্ষা করে “হয়ত অপহরনকারিরা তাদের কল্পনাকে ফিরিয়ে দিবে, হয়ত মৃত লাশ। ‘

গুম হওয়ার দিনে আবারও দাবী জানাই, ফিরিয়ে দেয়া হোক কল্পনা চাকমাকে।

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles