18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কীভাবে ‍বুঝবেন কিডনি ঠিকমতো কাজ করছে না

কীভাবে ‍বুঝবেন কিডনি ঠিকমতো কাজ করছে না - the Bengali Times

কিডনির মাধ্যমেই শরীর থেকে দূর হয় বিষাক্ত উপাদান

কিডনির মাধ্যমেই শরীর থেকে দূর হয় বিষাক্ত উপাদান। সেই কিডনিই যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই কাজটি বাধাগ্রস্ত হয়। কিন্তু কিডনির সমস্যা শুরুতে বোঝা যায় না। এই কারণে একে ‘নীরব ঘাতক’ বলা হয়ে থাকে।

কিডনি সমস্যার কিছু সাধারণ লক্ষণ উল্লেখ করা হল-

- Advertisement -

হাঁটু ও গোড়ালি ফোলা: কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে সোডিয়াম রয়ে যায়। এর ফলে হাঁটু এবং গোড়ালিতে ফোলাভাব দেখা দেয়। এছাড়াও শরীরের অন্যান্য অংশ চোখ, মুখ হাত, পায়েও ফোলাভাব দেখা দিতে পারে।

ক্লান্ত ও দুর্বলতা: সাধারণ লিভার সমস্যায় সব সময় শরীর ক্লান্ত এবং দুর্বল লাগতে পারে। তবে কিডনি সমস্যা দেখা দিলে দিন দিন শরীর দুর্বল এবং ক্লান্ত লাগতে পারে। এর কারণ কিডনি বিষাক্ত উপাদান শরীর থেকে বের করে দিতে না পারায় সেগুলো রক্তে মিশে যায়।

ক্ষুধা কমে যাওয়া: শরীরে বিষাক্ত পদার্থ রয়ে গেলে ক্ষুধা কমে যায়। এর ফলে ওজনও কমে যায়। এ ছাড়া ক্ষুধামান্দ্য দেখা দিলে সকালে বমিভাব হয়। এ রকম অস্বস্তিকর অবস্থায় খাবার রুচিও কমে যায়।

মূত্রত্যাগে পরিবর্তন: দিনে ৬-১০ বার মূত্রত্যাগ স্বাস্থ্যকর। তবে কিডনি সমস্যায় একজন ব্যক্তি খুব কম পরিমাণ এবং কম বার মূত্রত্যাগ করতে পারে।

ত্বক শুষ্ক এবং চুলকানো: ত্বক শুষ্ক এবং চুলকালে কিডনির সমস্যার একটি লক্ষণ হতে পারে। ক্ষতিগ্রস্ত কিডনি শরীর থেকে বিষাক্ত উপাদান ছেঁকে বের করতে পারে না। এগুলো রক্তে মিশে যায়, এর ফলে ত্বকে শুষ্কতা, চুলকানি দেখা দেয়। কিডনি সমস্যার কারণে হাড়ের রোগও দেখা দিতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles