
সুজান খান। পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার হলেও, তাকে সবাই চেনে বলি তারকা হৃতিক রোশনের সাবেক স্ত্রী হিসেবেই।
সুজানের বাবা সঞ্জয় খান এবং ভাই জায়েদ খান দুজনই বলিউডের পরিচিত মুখ হলেও অভিনয়ে নাম লেখাননি সুজান। তবে ২০০০ সালে সুজান ভালোবেসে বিয়ে করেন হৃতিককে, আর তার বরাত দিয়েই লাইমলাইটে থেকেছেন বরাবরই। ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। ১৪ বছরের সংসার জীবনে তাদের ঘরে ২ ছেলে রয়েছে।
২০২০ সালের ডিসেম্বরে মুম্বাই এর আলোচিত ড্রাগন ফ্লাই রেডকাণ্ডে জড়িয়েছিল সুজানের নাম। তবে এবারে আলোচনাটা তার প্রেম নিয়ে। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল অভিনেতা এলি গোনির ভাই আরসলান গোনির সাথে প্রেম করছেন সুজান খান।
সেই গুঞ্জন বুঝি এবার সত্যি হলো। ১৯ ডিসেম্বর আরসলানের জন্মদিনে তালে বাহুডোরে আবদ্ধ করা একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সুজান। ছবির ক্যাপশনে কিছু সুন্দর কথাও জুড়ে দেন তিনি। আর সেই পোস্টের উত্তরে আরসলান লেখেন, ‘ভালোবাসি তোমায়’। ব্যস এতেই সুজান-আরসলানের সম্পর্ক পাকাপোক্ত করে ফেলেন নেটিজেনরা।
এর আগে অক্টোবরে সুজানের জন্মদিনেও এভাবেই দুজনে একত্রে প্রেম নিবেদনের মাধ্যমে জন্মদিন পালন করেছিলেন সুজান আর আরসলান।