
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে আগামী বছরের ১২ ও ১৩ ফেব্রুয়ারি। আগের আসরের নিলামে রেকর্ড দামে রাজস্থান রয়্যালস দলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিসকে। এবারের আসরেও তার মতো ইতিহাস গড়তে পারেন বেশ কজন। তাদের নিয়েই এ প্রতিবেদন।
আইপিএলের নিলামে গত দুটি আসরে পেসার এবং অলরাউন্ডাররা দাপট দেখিয়েছেন। ২০১৯ সালের আসরে সবচেয়ে বেশি দামি ক্রিকেটার হয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তাকে ১৫.৫ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সবশেষ আসরে বেশি দামে বিক্রি হয়েছেন অলরাউন্ডার ক্রিস মরিস, ১৬.২৫ কোটি টাকা। একই আসরে দ্বিতীয় সর্বোচ্চ দাম হয়েছিল নিউজিল্যান্ডের পেসার কাইলে জেমিসনের।
গত দুটি আইপিএলের নিলাম অনুযায়ী বলা যায় এবার সবচেয়ে বেশি দাম পেলে পেতেও পারেন হার্শাল প্যাটেল। গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩২ উইকেট নিয়েছিলেন এই পেসার। নিলামের আগে টুর্নামেন্ট কর্তৃপক্ষ তিন জন করে দেশি খেলোয়াড় ধরে রাখার সুযোগ দিলেও বেঙ্গালুরু তাকে ছেড়ে দিয়েছে। ফলে অন্য কোনো দল তাকে পেতে আগ্রহী হতেও পারে। দুই বা ততোধিক দল আগ্রহ দেখালে নিলামে ক্রমশ দাম বাড়তেই পারে তার।
আইপিএলের গত আসরে দুর্দান্ত বোলিং করেছেন দিল্লি ক্যাপিটালসের পেসার আভেস খানও। তিনি শিকার করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ উইকেট। বোলিংয়ে লাইন লেন্থে দারুণ সামঞ্জস্য তার। ফলে তার প্রতি কোনো দল আলাদা নজর রাখলে রাখতেও পারে, যেহেতু তাকে এবার দিল্লি ধরে রাখেনি। দলটির ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় আছেন রিশাভ পন্ত, পৃথ্বি শ, অক্ষর প্যাটেল ও এনরিচ নর্কিয়া।
অলরাউন্ডারদের মধ্যে এবার মুক্ত হার্দিক পান্ডেয়া। গত আসরটি ভালো যায়নি তার। ফর্মহীন পান্ডেয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স এবার ছেড়ে দিয়েছে। তবে নামটি যখন পান্ডেয়া তখন ফর্ম পেতেই বা কতক্ষণ। সেটি বিবেচনা করলে নিলামে বড় দামই খসতে পারে তার জন্য। তার আইপিএলে স্ট্রাইক রেট ১৫৩.৯১, পেয়েছেন ৪২ উইকেটও। মুম্বাই এবার ধরে রেখেছে রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও কেইরন পোলার্ডকে।
ভারতীয় বোলারদের মধ্যে বিস্ময় জাগানো এক পেসার দীপক চাহার। সুইংয়ের জন্য পরিচিত এ পেসারকে চেন্নাই সুপার কিংস এবার ছেড়ে দিয়েছে। আইপিএলে ৬৩ ম্যাচে ৫৯টি উইকেট পেয়েছেন তিনি। ২০১৯ মৌসুমে তিনি ছিলেন আগুনে ফর্মে। নেন ২২ উইকেট। এবার তাকে নিতে ঝাঁপাতে পারে বাকি ফ্র্যাঞ্চাইজিরা। চেন্নাই এবার ধরে রেখেছে রবীন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি, মঈন আলি ও রুতুরাজ গাইকওয়াদকে।
অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছেন। তিন ফরম্যাটেই এ বছরটাই দারুণ কাটিয়েছেন তিনি। আইপিএলেও আলো ছড়িয়েছেন স্বপ্রতিভায়। তিনিও দামের দিক থেকে চমক লাগাতে পারেন। আরেকজন আছেন নিউজিল্যান্ডের কাইলে জেমিসন।