
ফাইল ছবি
ভারতের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ, তিনি কাজ দিয়ে না হলেও তার লাইফস্টাইলের কারণে প্রায়ই আলোচনায় আসেন। তিনি এবার নিজের বিয়ের পাত্র কেমন হবে- এমন প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিলেন। তিনি বলেছেন, ‘মুসলিম ছেলে বিয়ে করব না, নিয়ন্ত্রণে রাখতে চায়।’
সম্প্রতি একটি সাক্ষাৎকারে উর্ফি বলেন, ‘আমি একজন মুসলিম। কিন্তু বেশিরভাগ বিদ্বেষমূলক মন্তব্য আমি পাই মুসলিম ছেলেদের থেকেই। তারা বলেন যে- আমি মুসলিমদের ইমেজ নষ্ট করছি। তারা আমায় ঘৃণা করেন কারণ মুসলিম ছেলেরা তাদের বাড়ির মেয়েদের নিয়ন্ত্রণ করেন। এমনকি তারা গোটা সম্প্রদায়ের মেয়েদেরই কন্ট্রোলে রাখতে চায়।’
বিতর্কিত এই অভিনেত্রী আরও বলেন, ‘আমাকে তারা বারংবার ট্রোল করে কারণ তাদের রীতিনীতি-গোঁড়ামি আমি মানি না, আমি ওদের কথা মতো আচরণ করি না।’
বিয়ে প্রসঙ্গে উর্ফি বলেন, ‘আমি কোনওদিন কোনও মুসলিম ছেলেকে বিয়ে করব না। আমি কোনও ধর্মই অনুসরণ করি না। কে আমার প্রেমে পড়ল আর কে পড়ল না, তা আমি পাত্তা দিই না। যাকে আমার ইচ্ছে হবে তাকেই আমি বিয়ে করব।’
ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা খুবই রক্ষনশীল ছিলেন। আমার যখন সতেরো বছর বয়স তখন তিনি আমার ভাইবোনসহ আমাকে আর মাকে ছেড়ে চলে যান। আমার মা খুবই ধর্মীয় কিন্তু কখনো আমাকে ধর্ম নিয়ে জোর করেননি। জোর করে কাউকে ধর্মের অন্তর্গত করা যায় না।’
সূত্র : জি নিউজ।