5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না, হাসুন : পরীমনি

শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না, হাসুন : পরীমনি - the Bengali Times

পরীমনি ছবি ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। চলতি বছর তার জীবনে ঘটে গেছে নানা দুর্ঘটনা। তবে থেমে থাকেননি তিনি। সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে গেছেন নিজের মতো করে। অভিনয়ের পাশাপাশি পরী কিন্তু সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ সক্রিয়। চোখে-মুখে উচ্ছ্বল হাসি আর কোলে পোষ্যপ্রাণী নিয়ে ফেসবুকে এবার ইতিবাচক বার্তা দিলেন এই অভিনেত্রী।

গতকাল শুক্রবার পরী তার ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাকে সাদা রঙের শাড়িতে দেখা গেছে। আর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না; হাসুন, কারণ এটা ঘটেছে।’

- Advertisement -

গত ২০ ঘণ্টায় পরীর পোস্টটিতে ৭৩ হাজার ফেসবুক প্রতিক্রিয়া পড়েছে। কমেন্ট অপশন তিনি বন্ধ করে রেখেছেন বিধায় কেউ মন্তব্য করতে পারেনি। তবে শেয়ার করেছেন ২২৫ জন।

বর্তমানে পরীমনির হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মে। এতে চিত্রনায়ক ইমন ও অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে অভিনয় করছেন তিনি। এ ছাড়া নতুন বছরে সম্পন্ন করবেন ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের শুটিংয়ের কাজ।

 

- Advertisement -

Related Articles

Latest Articles