
টরন্টোর পরিচিতমুখ, বিশিষ্ট রিয়েলটর নাইমা নাজারা রহমান আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন। গত ২২ ডিসেম্বর বুধবার এ্যাজাক্সের জেনারেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনদিন যাবত তিনি লাইফ সাপোর্টে ছিলেন। নাইমা নাজারা রহমানের মরদেহ বুধবার সন্ধ্যায় স্কারবোরোর ৪৪১ নাগেট এভিনিউর নাগেট মসজিদের হিমঘরে রাখা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একইদিনে পিকারিং ২৫০৫ ব্রক রোড নর্থের ডাফিন মিডোজ সিমেট্রিতে তাকে সমাহিত করা হবে।
তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বেঙ্গলি টাইমস পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।