
কানাডার বিভিন্ন শহরে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। মন্ট্রিয়ল, টরন্টো, ম্যানিটোভা, সাস্কাচুয়ানে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেন। বিশেষ করে ওটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দিনটি আরও বর্ণিল হয়ে উঠে।
দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বার্তা থেকে জানা যায়, দূতাবাস এবং বঙ্গবন্ধু সেন্টারের যৌথ উদ্যোগে এক ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। এতে অংশ নেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, ড. নূরুন নবী, ড. নূজহাত চৌধুরী, ফারুকী হাসান এবং হাই কমিশনার ড. খলিলুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। পরে আলোচকবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে ঐতিহাসিক চিত্র তুলে ধরেন। এই আলোচনা পর্বে অতিথি ছাড়াও বেশ ক’জন প্রবাসীরা অংশ নেন।
দিনের শুরুতে পতাকা উত্তোলন এবং দিনের শেষে হাই কমিশনার শিশুদের নিয়ে কেক কেটে, নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান।