
সততার সঙ্গে ঘুষ নেন, এমন বক্তব্য দিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন এক পুলিশ অফিসার। তিনি জানান, ‘ঘুষ নিলেও আমরা সৎ। কারণ আমরা টাকা নিই সত্য, তবে সেই মতো কাজটাও করে দিই। অন্যরা তো তাও করে না।’
ভারতের উত্তর প্রদেশ পুলিশের পোশাকের উমেশ ত্রিপাঠী নামে এক কর্মকর্তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তা। সেখানে ছাত্রদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। সেই সময়েই এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পুলিশের টাকা নেওয়া নিয়ে দুর্নাম রয়েছে। কিন্তু এটা ঠিক যে আমরা যেমন টাকা নিই, তেমনই সঙ্গে সঙ্গে কাজটাও করি। সেদিক দিয়ে আমরা সৎ। আমরা তো তাও টাকা নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজটা করে দিই। অন্যান্য বহু কাজে তো টাকা দিয়েও কোনো কর্তব্য পালন করা হয় না।’
স্কুলছাত্রদের সামনে একজন সিনিয়র কর্মকর্তার এমন বক্তব্য বেশ অস্বস্তিতে ফেলেছে উত্তর প্রদেশ পুলিশকে।