কক্সবাজার সমুদ্র সৈকতে নারী ও শিশুদের জন্য বিশেষ জোন ঘোষণার দশ ঘন্টার মাথায় আবার বাতিল করেছে জেলা প্রশাসন।
সৈকতের ব্যস্ততম লাবণী পয়েন্টে নারী-শিশু জোন উদ্বোধনের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক নানা প্রতিক্রিয়ার পর বালুচরের এ জোন বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ ডিসম্বর) রাত ১০টায় এ জোন বাতিলের বিষয় নিশ্চিত করে জেলা প্রশাসনে ফেসবুক গ্রুপে দিয়ে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. আবু সুফিয়ান।