
গ্রেপ্তার জাহাঙ্গীর সরকার
গাজীপুর জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর গাবতলী থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। ওই সময় আলিয়া আক্তার রিয়া নামে তাঁর এক নারী সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ছয় হাজার ইয়াবা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, গাবতলী এলাকায় অভিযান চালিয়ে এক নারী সহযোগীসহ জাহাঙ্গীর সরকারকে গেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা জাহাঙ্গীর সরকার (২৭) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের গোদারচালা গ্রামের ইকবাল সরকারের ছেলে। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইয়াবা কারবারে জড়িত থাকায় গত ২০ ডিসেম্বর জাহাঙ্গীর সরকারকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
এর আগে গত ১৮ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ২৫ হাজার ইয়াবা জব্দ করে গোয়েন্দা পুলিশের একটি দল। ওই অভিযানে প্রাইভেটকারের চালকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন- রুবেল ইসলাম, রাকিবুল হাসান, সূর্য বর্মণ শান্ত ও রনি আহমেদ। তবে অভিযানকালে প্রাইভেটকারের পেছনের দরজা খুলে তাঁদের সহযোগী ফিরোজ পালিয়ে যান। গ্রেপ্তার করা চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ইয়াবা চালানটি জাহাঙ্গীর সরকারের বলে গোয়েন্দা পুলিশকে জানান। তাঁরা গোয়েন্দা পুলিশকে আরো জানান, ঢাকা উত্তর থেকে ময়মনসিংহের ভালুকা পর্যন্ত ইয়াবার একটি সিন্ডিকেটের হোতা জাহাঙ্গীর। তাঁরা ইয়াবা এনে জাহাঙ্গীরের কাছে পৌঁছে দেন। পরে তাঁর (জাহাঙ্গীর) লোক দিয়ে ওইসব এলাকায় বিক্রি করেন।
ওই অভিযানে ইয়াবার চালানসহ চার সহযোগী ধরা পড়ার পরই গাঢাকা দেন জাহাঙ্গীর সরকার। এদিকে তাঁর ইয়াবা কারবারের খোঁজ নিতে গিয়ে ‘হাউস পার্টি’র আড়ালে লোকজনকে ফাঁসানোর একটি সংঘবদ্ধ চক্রেরও সন্ধান পান ডিবি। ঢাকার উত্তরা, আশুলিয়া, গাজীপুর ও ময়মনসিংহে হাউস পার্টি’র আস্তানা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ইয়াবা কারবার করে গত দেড় বছরেই জাহাঙ্গীর সরকার কোটিপতি বনে যান। ইয়াবার টাকায় বানিয়েছেন দোতলা বাড়ি, কিনেছেন প্রাডো গাড়িও। শুধু তাই নয়, একটি সোয়েটার কারখানাও কিনে নেন তিনি। তবে জাহাঙ্গীর সরকারের বাবা ইকবাল সরকার কালের কণ্ঠ’র কাছে দাবি করেন, বাড়ি, গাড়ি ও কারখানা তাঁর জমি বিক্রির টাকায় কেনা।