দক্ষিণ আফ্রিকায় মঈন উদ্দিন নামের এক বাংলাদেশিকে নির্মমভাবে খুন করা হয়েছে।
সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় দেশটির পুমালাঙ্গ প্রদেশের পিটারটিপে নিজ ব্যবসা-প্রতিষ্ঠানে নির্মমভাবে খুন হন এ ব্যবসায়ী।
নিহত মঈন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসিন্দা।
প্রবাসীরা জানান, মঈনকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর এটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়।
নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা।