
আমি বর্তমানে বাসায় আছি এবং খুব ভালো প্রোগ্রেস করছি, আলহামদুলিল্লাহ !
আপনাদের অনেকেই হয়তো জানেন আমি গত ৪ সপ্তাহের মধ্যে দুইবার হাসপাতালে গিয়েছিলাম। ইন্টারনাল কিছু ইনফেক্শন এর কারণে পেটে বেশ ব্যথা ছিল। গত শুক্রবার, ৩ সেপ্টেম্বর আমি বাসায় আসি, এবং তার পর থেকে আল্লাহর রহমতে ধীরে হলেও খুব ভালো progress হচ্ছে। যদি এইভাবে প্রগ্রেস চলতে থাকে তাহলে আগামী এক সপ্তাহ পরে আল্লাহর রহমতে অফিস শুরু করতে পারবো।
পুরাপুরি আগের অবস্থায় ফিরে যেতে বেশ সময় লাগবে কারণ শরীরের উপর দিয়ে অনেক ধক্কল গেছে। যাহোক আমি সময় নিয়ে চিন্তিত নোই, যদি প্রোগ্রেস চলতে থাকে।
আমার অসুস্থ থাকাকালীন সময়ে আপনাদের সবার দোয়া এবং শুভ কামনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিগত কয়েকসপ্তাহ শরীর এবং মনের উপর দিয়ে অনেক ঝড় গেছে কিন্তু এগুলির বাইরে আপনাদের মতো শত শত মানুষের শুভ কামনা সত্যিই অমূল্য। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে আপনাদের মতো kind hearted এবং Generous মানুষ আমার জীবনে আছে। আপনাদের সবাইকে পরমকরুণাময় সুস্থ রাখুন এবং দীর্ঘায়ু দান করুন। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার প্রগ্রেস যেন চলমান থাকে।
আমি দুঃখিত যে, সময়মত আমি আপনাদের অনেকের ফোন, ইমেইল, মেসেজ ইত্যাদির উত্তর দিতে পারি নাই।
সময় এবং সুযোগমতো আমি আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ !!
স্কারবোরো, কানাডা