8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন প্রভা

ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন প্রভা - the Bengali Times
Model actress Sadia Jahan Prabha is in love with musician Imran Mahmudul since last year

শোবিজ পাড়ায় গত বছর থেকেই গুঞ্জন উঠেছে, সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে প্রেম করছেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই দুই তারকা। এরই মধ্যে প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে এক পোস্টে এমনটা জানান এই অভিনেত্রী।

গতকাল রেবাবার রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।’

- Advertisement -

প্রভা বিশ্বাস করেন কাউকে ধরে রাখা যায় না। আর সে কথা উল্লেখ করেই এই অভিনেত্রী লিখেছেন, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়।’

প্রভা মনে করেন, সমস্ত সংকট নিজেকেই কাটিয়ে উঠতে হয়। এ বিষয়টিও গত বছর খুব ভালো করে উপলদ্ধি করেছেন তিনি। তার ভাষ্য, ‘আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।’

সবশেষে প্রভা জানান, গত বছরটি গেম চেঞ্জার ছিল। কিন্তু জীবনের কি কি বদলে গেল, কীভাবে হলো সেসব বিষয় আড়ালে রেখেছেন এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles