11.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

করোনা পজিটিভ!

করোনা পজিটিভ! - the Bengali Times
ফাইল ছবি

করোনার নজর এখন আমাদের ঘরে!
বাড়ির সবার জন্য দোয়া চাই!
আল্লাহর সব বান্দাদের জন্য দোয়া চাই।

রোগ শোকে আল্লাহ্ তার প্রিয় বান্দাদের ছোট ছোট গুনাহ্ মাফ করে দেন।
রোগ শোকের মাধ্যমে আল্লাহ্ সুবহানাহু তাআলা তার পথভুলা বান্দাদের তার কাছে ফিরে আসার সুযোগ করে দেন।

- Advertisement -

রোগে আক্রান্ত মানুষের কাছে দোয়া চাওয়া সুন্নত।
কোন অসুস্থ মানুষের পাশে বসে কিংবা কারো অসুস্থতা কিংবা বিপদের কথা শুনলে নিচের দোয়া পড়াও সুন্নত।
রাসূল (সা.) এর হাদিস…

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক কোনো বিপদগ্রস্থ লোককে দেখে যেন বলে,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً

উচ্চারণ: আলহামদুলিল্লাহ হিল্লাজি আফানি মিম্মাবতালাকা বিহি, ওয়া ফাদদালানি আলা কাছিরিম মিম্মান খালাকা তাফদিলা।

অর্থ: ‘সকল প্রশংসা সে আল্লাহ তায়ালার জন্য, যিনি তোমাকে বিপদ দ্বারা পরীক্ষায় নিপতিত করেছেন, তা হতে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের চেয়ে আমাকে অনুগ্রহ করেছেন।’
সে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উক্ত অনিষ্ট হতে হেফাজতে থাকবে। তা যেকোনো বিপদেই হোক না কেন।
আল্লাহ্ সুবহানাহু তাআলা এর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবো!!!

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles