
কানাডার পেনশন প্ল্যানের (সিপিপি) আবার বাড়ছে। এর কারণ, শ্রম বাজারে মহামারির নজিরবিহীন প্রভাব।
বসরকালীন সুবিধা বৃদ্ধির বুহ-বছরব্যাপী পরিকল্পনা পাঁচ বছর আগে ফেডারেল ও প্রাদেশিক সরকার অনুমোদন করে। সিপিপি প্রিমিয়ারের স্ফীতি সেই পরিকল্পনারই অংশ। ২০১৯ সাল থেকেই এ স্ফীতি শুরু হয়েছে।
গত নভেম্বরে কেপিএমজি এক নোটে জানিয়েছিল, ২০২২ সালে নিয়োগদাতা ও কর্মীদের অবদান জনপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ৪৯৯ ডলারে পৌঁছাবে। ২০২১ সালে এর পরিমাণ ছিল ৩ হাজার ১৬৬ ডলার। স্বকর্মে নিয়োজিতদের সর্বোচ্চ অবদান দাঁড়াবে ৬ হাজার ৯৯৯ ডলার। ২০২১ সালে যার পরিমাণ ছিল ৬ হাজার ৩৩২ ডলার।
২০২২ সালে প্রিমিয়ামযোগ্য সর্বোচ্চ আয় দাঁড়াতে পারে ৬৩ হাজার ৭০০ ডলার। ২০২১ সালের সীমার তুলনায় যা ২ হাজার ১০০ ডলার বেশি। তবে প্রকৃত পরিমাণ ৬৪ হাজার ৯০০ ডলারে পৌঁছাতে পারে, ২০২১ সালের তুলনায় যা ৫ দশমিক ৩ শতাংশ বেশি। আর এই বৃদ্ধি গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ।
এর কারণ মূলত শ্রমবাজারে মহামারির প্রলম্বিত প্রভাব।