
আগামী ৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় এনআরবি টিভির পর্দায় প্রচারিত হবে রিজুয়ান রহমান ল পিসি’র সৌজন্যে ‘শুভ সকাল’ এর দ্বিতীয় পর্ব। এই পর্বে ছুটির দিনের আড্ডায় অতিথি হিসেবে থাকছেন ২০১২ সালের টপ টুয়েন্টি ফাইভ ইমিগ্রান্ট এ্যাওয়ার্ড প্রাপ্ত, অমনিবাস ট্যাক্স এবং টরন্টোর বাংলাদেশি কমিউনিটির প্রাচীন চ্যারিটি সংগঠন বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস বিসিএস এর প্রতিষ্ঠাতা মোশতাক আহমেদ। কমিউনিটির একাল ও সেকাল নিয়ে বলেছেন নানা কথা। উঠে এসেছে নানারকম গঠনমূলক আলোচনা।
শুভ সকালের অন্যান্য নিয়মিত পর্ব বাণী চিরন্তনী, ছুটির দিনের গান এবং ছুটির ফাঁদেতেও রয়েছে কিছুটা ভিন্নতা। অনুষ্ঠানটির গ্রন্থণা ও উপস্থাপনায় রয়েছেন এনআরবি টিভির নিয়মিত উপস্থাপিকা, টরন্টোর জনপ্রিয় মুখ অজন্তা চৌধুরী।