9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

জায়েদ খানের গোপন স্ক্রিনশট ফাঁস করলেন নিপুণ

জায়েদ খানের গোপন স্ক্রিনশট ফাঁস করলেন নিপুণ - the Bengali Times

ছবি সংগৃহীত

সদ্যই শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচন ঘিরে জন্ম নেয় নানা বিতর্ক, যা থামছেই না। একের পর এক ইস্যু সামনে আসছে আর সমালোচনার সুনামি উঠছে। এবার চিত্রনায়ক জায়েদ খানের গোপন আলাপের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা নিপুণ।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডাকে কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে প্রজেক্টরের মাধ্যমে জায়েদ খানের আলাপের কয়েকটি স্ক্রিনশট দেখান নিপুণ। যা এরই মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

- Advertisement -

প্রেসক্লাবে প্রজেক্টরে প্রদর্শন করা সেসব স্ক্রিনশটের প্রথমেই লেখা ছিল, ‘ভাইয়া পেমেন্ট ক্লিয়ার নো টেনশন। ’ অপর প্রান্ত থেকে উত্তর, ‌‘বেশ, তাদের সবাইকে এফডিসির গেইট থেকে দূরে অবস্থান করতে বলে দিয়েছি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও। ’

জায়েদ খানের দিক থেকে লেখা, ‘ভাইয়া হারুন ভাই বললো রিয়াজকে সরাতে হবে। ’ অপরাপ্রান্ত থেকে লেখা, ‘শুনো জায়েদ সব তোমার ইচ্ছেমতো হলে চলবে না। প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিকালি এখন কিছু করতে গেলে তাতে তোমার উপরে চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভিতরেই থাকুক বিকল্প উপায় বের করো। ’

পরে জায়েদ খানের মন্তব্য, ‘ভাইয়া আমি সব সেটিং করে রাখছি। আপনি পারমিশন দিলে গেম প্লে স্টার্ট করব। ’ আরেকটি স্ক্রিনশটে জায়েদের লেখা, ‘বাট প্ল্যান ১০০ ভাগ সাকসেস হয়নি। ’ অপরপ্রান্ত থেকে উত্তর, ‘স্টে কুল। ’

জায়েদ খান আবার বলছেন, ‘আমার জন্য ভাবছি না স্যার, মিশা ভাই টেনশন ফিল করছে। ’ অপরপ্রান্ত থেকে উত্তর আসে, ‘আই কল্ড দা টপ লেভেল। ’ জায়েদ খান বলছেন, ‘একটু তাড়াতাড়ি স্যার। ’ অপরপ্রান্ত থেকে লেখা, ‘আই সি হোয়াট ক্যান বি ডান। ’

এপরর জায়েদ খান লিখেছেন, ‘বাহিরে অনেক মানুষ, আমার নিরাপত্তা দরকার স্যার। ’ উত্তর আসে, ‘দ্য পুলিশ পোস্ট ইজ রেডি ফর ইউ। সো ডোন্ট ওরি। ’

পরক্ষণেই জায়েদ বলছেন, ‘আমি কি আপনাকে কল করব স্যার?’ অপর প্রান্ত থেকে লেখা, ‘আই অ্যাম বিজি নাউ, ওয়েট টেন মিনিটস। ’ জায়েদ লিখেছেন, ‘আপনি আমার ভরসা স্যার। ’ উত্তর আসে, ‘ইউ কল মি ভাইবার। ’ পরে জায়েদ ভাইবারে কী আলোচনা করেছিলেন? সেই প্রশ্ন মনে উঁকি দিয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সবার।

এই সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন নিপুণ। তার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সভাপতি পদে নির্বাচিত ইলিয়াস কাঞ্চন।

- Advertisement -

Related Articles

Latest Articles