5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

স্টেডিয়ামের ভেতর শেহজাদের প্রকাশ্যে ধুমপান!

স্টেডিয়ামের ভেতর শেহজাদের প্রকাশ্যে ধুমপান! - the Bengali Times

ক্রিকেট মাঠে সব ধরনের ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এর পরেও ঘটলো এক অন্যরক চিত্র মাঠের ভেতর প্রকাশ্যে দাঁড়িয়ে ধুমপান করছেন আফগান উইকেটকিপার ব্যাটার। বিষয়টি ধরা পড়ার পর মাঠের একপ্রান্তে থাকা ফটোগ্রাফাররা ঢাকা কোচ মিজানুর রহমান বাবুলের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর বাবুল গিয়ে সতর্ক করেন শেহজাদকে। তখন শেহজাদ ধুমপান বন্ধ করেন।

- Advertisement -

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিনভর বৃষ্টি। সন্ধ্যায় বৃষ্টি থেমে গেলে ম্যাচ আয়োজনের লক্ষ্যে মাঠ শুকানোর কাজ চলছে। ম্যাচে অংশগ্রহণ করবে মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলের ক্রিকেটাররা মাঠে এসে গেছেন।

ম্যাচ নিয়ে কেউ মাঠের পরিস্থিতি দেখছেন, কেউ হালকা ওয়ার্মআপ করছেন আবার অনেকেই মেতেছেন আড্ডায়। তখনই মাঠের একপ্রান্তে দেখা যায় মিনিস্টার গ্রুপ ঢাকার মোহাম্মদ শেহজাদ কুমিল্লার করিম জানাত এবং আরেকজনের সঙ্গে কথা বলছেন।

উল্লেখ্য, ক্রিকেট মাঠে সব ধরনের ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। শেহজাদের সেই ঘটনার পর আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। পিচ আবারও ঢেকে ফেলা হয় কাভারে।

- Advertisement -

Related Articles

Latest Articles