10.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে মানববন্ধন

চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে মানববন্ধন - the Bengali Times

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদেরকে চীনে ফেরত নেওয়ার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি জানায় সংগঠনটি। এতে অংশ নেয় ভুক্তভোগী শিক্ষার্থীসহ সংগঠনের নেতাকর্মীরা।

- Advertisement -

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় চীন ফেরত ভুক্তভোগী শিক্ষার্থী কামরুল হাসান বলেন, বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা চীনে ঢুকেছে। অথচ আমাদের ঢুকতে দেয়া হচ্ছে না।

চীন সরকার অন্যায় আচরণ করছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, চীন সরকার আমাদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে। শিক্ষা জীবন ব্যাহত হওয়ার কারণে আমাদের ভবিষ্যৎ ধ্বংসের কাছাকাছি।

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, বিশ্বের প্রায় সকল দেশে বাংলাদেশি শিক্ষার্থীরা যেতে পারলেও প্রায় দুই বছর যাবত চীন সরকার বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীকে চীনে প্রবেশের অনুমতি দিচ্ছে না, যা কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এ ব্যাপারে বাংলাদেশ সরকার নীরবতা আমাদেরকে হতাশ করেছে। এ বিষয়ে অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ উদ্যোগ ও কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, প্রায় পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে অধ্যয়ন করছেন। করোনা সংকটে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার পর আজও তাদের চীনে ফেরত নেওয়া হয়নি।

এসময় আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সভাপতি শাহীন সিকদার, সহ-সভাপতি রোমান হোসাইন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম, হাসিব।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles