10.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

যে সাধারণ আইটেমটি সব সুপারমডেলরাই পরছেন

যে সাধারণ আইটেমটি সব সুপারমডেলরাই পরছেন - the Bengali Times

ছোট হোক আর বড় হোক, একটি হোক অথবা জোড়ায় হোক, একটি সাধারণ আইটেম বর্তমান সময়ের সব সুপারমডেলরা পরছেন। আর তা হচ্ছে ‘হুপ ইয়াররিং’। আর স্টাইলের অনুপ্রেরণা পাওয়ার জন্য সুপারমডেলদের অনুসরণ করার চেয়ে ভাল আইডিয়া আর কি হতে পারে।

- Advertisement -

তারা এই আইটেমটি এতই পরেছেন যে তারা এটি খুব সহজে ছাড়তে পারবেন বলেও মনে হয় না। সুপারমডেলদের এই তালিকায় আছেন এসময়ের জনপ্রিয় মডেল কেন্ডাল জেনার, হেইলি ব্যালডুইন, কায়া এবং তাদের কয়েকজন বন্ধুরাও।

হুপ ইয়াররিং বা চক্রাকার কানের দুল মূলত ৭০ এর দশকের একটি ট্রেন্ড যা এখনও ফ্যাশনে খুব ভালভাবে অবস্থান করছে। এটা যে ফ্যাশন থেকে খুব দ্রুত বিদায় নিবে না তা নিঃসন্দেহে বলা যায়। বর্তমান সময়ের প্রায় সব মডেলরাও অনুসরণ করছেন এই ট্রেন্ড, যাদের বেশির ভাগ সময় টি-শার্ট এবং হাই ওয়েইস্টেড জিন্সে দেখা যায়।

আপনিও চাইলে অনুসরণ করতে পারেন এই ট্রেন্ড। আর স্টাইলের আইডিয়ার জন্য সুপারমডেলদের স্টাইলগুলো দেখে নিতে পারেন।

- Advertisement -

Related Articles

Latest Articles