চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনে গিয়ে স্টেশনের সামনের পার্কিং এলাকা অপরিষ্কার অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা দেখে ক্ষেপেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এজন্য মন্ত্রী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন।
শনিবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় পুরাতন রেল স্টেশন থেকে নতুন রেল স্টেশন পর্যন্ত গিয়ে স্টেশনের সামনে অপরিষ্কার-অপরিচ্ছন্নতা দেখে ক্ষেপে যান তিনি।
একইসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি সিআরবির কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ফোনকল রিসিভ করেননি ডিআরিএম তারেক শামস তুষার। অন্যদিকে রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘পার্কিংয়ের ওদিকে অপরিষ্কার দেখে মন্ত্রী মহোদয় রাগারাগি করেছেন। কিন্তু স্টেশন বাউন্ডারির মধ্যে সবকিছু পরিষ্কার ছিল।’