
গত কয়েক মাসে টরন্টোর ক্লিনিকগুলো ফাইজারের ভ্যাকসিনই বেশি প্রয়োগ করে। কিন্তু মডার্নার সরবরাহ বাড়ায় আগামী তিন সপ্তাহের জন্য কয়েক হাজার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। টরন্টোর ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান ও ফায়ারর সার্ভিসের প্রধান ম্যাথিউ পেগ বলেন, সিটি ক্লিনিকে ভ্যাকসিনের জন্য আসা নাগরিকদের এমআরএনএ ভ্যাকসিনের যেটির সরবরাহ থাকবে সেটিই দেওয়া হবে।
ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশনও (এনএসিআই) বলেছে, ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের মধ্যে উল্লেখ করার মতো কোনো পার্থক্য নেই। উভয় ভ্যাকসিনই একটি আরেকটির বদলে নিরাপদে ও কার্যকরভাবে প্রয়োগ করা যাবে।
ম্যাথিউ পেগ বুধবার বলেন, পছন্দের ব্র্যান্ডের ভ্যাকসিন না পেলে বিকল্পটি নিতে যারা অস্বীকৃতি জানাচ্ছেন তাদের সংখ্যা খুবই নগন্য। অস্বীকৃতি জানানো তাদের অধিকার এবং আমি তাকে সম্মান করি। কিন্তু আমি খুবই হতাশ এই কারণে যে, এর মধ্য দিয়ে তারা পূর্ণাঙ্গভাবে ভ্যাকসিনেটেড হওয়ার সুযোগটি হারাচ্ছেন। যত বেশি সংখ্যক মানুষ ভ্যাকসিন নেবেন তত দ্রুত আমরা কোভিড-১৯কে পরাস্ত করতে পারব।
জুলাই মাসেই মডার্নার কাছ থেকে ১ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিনের সরবরাহ পাচ্ছে কানাডা। ফাইজারের ভ্যাকসিন পাচ্ছে ৯০ লাখ ডোজ।