2 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

টরন্টোর অটোমেটেড শাটল প্রকল্প বাতিল

টরন্টোর অটোমেটেড শাটল প্রকল্প বাতিল - the Bengali Times
ফাইল ছবি

টরন্টোর ওয়েস্ট রোগ অটোমেটেড শাটল প্রকল্প শুক্রবার বাতিল ঘোষণা করা হয়েছে। প্রকল্পটির স্কারবোরোর একটি নেবারহুডকে গো ট্রানজিটের সঙ্গে সংযুক্ত করার কথা ছিল।

বেশ কিছু কারণে টরন্টোতে ট্রায়াল বাতিলের ব্যাপারে সিটি কর্তৃপক্ষ, টিটিসি ও মেট্রোলিংকস যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে। কারণ এসব কারণে ২০২২ সালের ২৮ ফ্রেব্রুয়ারির পরও সেবাটি চালু নাও করা যেতে পারে।

- Advertisement -

কারণগুলোর একটি হলো লোকাল মোটোরস। সেল্ফ-ড্রাইভিং শাটল সরবরাহের কথা ছিল কোম্পানিটির। কিন্তু সম্প্রতি কোম্পানিটি কার্যক্রম বন্ধ করেছে এবং তাদের পক্ষে আর কারিগরী ও পরিচালন সহায়তা দেওয়া সম্ভব নয়। কোম্পানির ওলি ২.০ সেল্ফ ড্রাইভিং যান প্রকল্পে ব্যবহার করার কথা ছিল।

সিটি কর্তৃপক্ষ বলেছে, পরীক্ষামূলক প্রকল্পটি চালুর কথা ছিল ২০২১ সালের বসন্তে। কিন্তু শাটলের কৃতকর্ম নিয়ে আরও মূল্যায়ণের প্রয়োজন দেখা দেওয়ায় তাতে বিলম্ব ঘটে। জনগণকে সেবা না দিলেও সিটি কর্তৃপক্ষ ও তার অংশীদাররা ২০২১ সালে হেমন্তে দুই মাসের জন্য অটোমেটেড শাটল সেবা পরীক্ষা করে দেখেছে এবং কীভাবে অটোমেটেড ভেহিকল প্রযুক্তি কীভাবে কাজ করে সে উপাত্ত সংগ্রহ করেছে। প্রযুক্তিটির বর্তমান যে সীমাবদ্ধতা এবং তার সমাধান বাজারে বিদ্যমান আছে। পরীক্ষায় প্রাপ্ত ফলাফল ট্রানজিট ও বৃহত্তর পরিবহন ব্যবস্থায় অটোমেটেড ভেহিকল ব্যবহারের ব্যাপারে ভবিষ্যৎ সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণে কাজে আসবে।

সেল্ফ-ড্রাইভিং শাটলের স্কারবোরোর ওয়েস্ট রোগ নেবারহুডকে রোগ হিল গো স্টেশনের সঙ্গে সংযুক্ত করার কথা ছিল। এ ধরনের যানের যাত্রী ধারণ ক্ষমতা আটজন। স্বয়ংক্রিয়ভাবে চললে এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০ কিলোমিটার। তবে ম্যানুয়াল মোডে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতেও চলতে পারে এটি। ড্রাইভিংয়ের প্রয়োজন পড়ে কিনা সেজন্য একজন অ্যাটেনড্যান্ট সার্বক্ষণিক ভেহিকলে থাকেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, সিটি কর্তৃপক্ষ, টরন্টোবাসীর ভবিষ্যতের পরিবহন চাহিদা মেটাতে অটোমেটেড ভেহিকল প্রযুক্তিসহ উদ্ভাবনী, সহজপ্রাপ্য ও টেকসই ট্রানজিটের ব্যাপারে টিটিসি ও মেট্রোলিংকস প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে প্রকল্পটি বাতিলের আগে পরিবহনমন্ত্রী এর ট্রায়ালের অনুমোদনও বাতিল করেন। গত মাসে হুইটবাইয়ে একটি সেল্ফ-ড্রাইভিং শ্টালের সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেন তিনি। ্ওই ঘটনায় একজন আহত হন।

ডারহাম পুলিশের পক্ষ থেকে বলা হয়, ম্যানুয়াল মোডে থাকা অবস্থায় শাটলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ওই ঘটনার পর পূর্ণাঙ্গ তদন্তের জন্য শ্টাল সেবা স্থগিত রাখা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles