
২০১৯ সালে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছিলেন ‘ন ডরাই’ ছবিতে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ঠিক একই বছর আরও একটি চলচ্চিত্রে কাজ করেছিলেন। স্বল্পদৈর্ঘ্য পরিসরের এ ছবিটির নাম ‘মশারি’।
সিনেমাটির পরিচালক হলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদপুত্র নুহাশ।
শুটিংয়ের তিন বছর পর ছবিটি সম্পর্কে জানালেন এই নায়িকা ও পরিচালক। কারণ এটি আন্তর্জাতিক মুক্তি হতে যাচ্ছে সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে। আগামী ১৩ মার্চ এটি দেখানো হবে।
নুহাশ হুমায়ূন জানান, পৃথিবীর ধ্বংসের শেষপ্রান্তে এসে দুই বোনের গল্প উঠে আসবে। যার একজন সুনেরাহ।
সুনেরাহ বলেন, ‘২০১৯ সালে ছবিটির কাজ করি। এটা তৈরিই করা হয়েছিল বিশ্বের বিভিন্ন উৎসবে পাঠানোর জন্য। সে অনুযায়ী ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।’
অন্যদিকে, নুহাশ আরও জানান, এর মাধ্যমে পর্দায় আসতে যাচ্ছে হুমায়ূন আহমেদ কন্যা শীলা আহমেদের মেয়ে অনোরা। সে সুনেরাহ’র বোনের চরিত্রে আছে। ছবির গল্পটি ভৌতিক ধরনের। দুই বোনের নাম অপু ও আইরা।
এর গল্পে দেখা যাবে, একটি রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনমানব শূন্য। সর্বশেষ দুজন মানুষ বেঁচে আছে ঢাকায়। তারাই হলো অপু ও আইরা। একটা সময় তারা বুঝতে পারে সেই রক্তপিপাসু পোকার হাত থেকে বেঁচে থাকার হাতিয়ার হলো মশারি।
ছবিটি লিটিল বিগ প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত। যেখানে প্রযোজক হিসেবে আছেন বুশরা আফরিন ও নুহাশ হুমায়ূন।