7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

হাসপাতা‌লের ক‌মোডে মিললো নবজাতকের মরদেহ

হাসপাতা‌লের ক‌মোডে মিললো নবজাতকের মরদেহ - the Bengali Times

কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে সকা‌লে ক্লিনার নারী ওয়ার্ডের ওয়াশরু‌ম প‌রিষ্কার কর‌তে গিয়ে ক‌মো‌ডে এক‌টি নবজাত‌কের লাশ দেখ‌তে পেয়ে কর্তৃপক্ষ‌কে খবর দেয়। পরে র‌বিবার (৬ ফেব্রুয়া‌রি) দুপু‌রে নবজাত‌কের মর‌দেহটি উদ্ধার ক‌রে পু‌লিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এ তথ্য নি‌শ্চিত ক‌রে হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ ব‌লেন, নবজাতক‌টির কোনও পরিচয় জানা সম্ভব হয়নি।

- Advertisement -

শ‌নিবার দিবাগত রা‌তের কোনও এক সময় শিশু‌টি ফে‌লে রাখা হ‌য়েছে। ত‌বে শি‌শু‌টি হাসপাতা‌লে ডে‌লিভা‌রি হয়‌নি ব‌লে আমরা গাইনি ও প্রসূ‌তি ওয়ার্ড সূ‌ত্রে নি‌শ্চিত হ‌য়ে‌ছি।

বাই‌রে থে‌কে কেউ নবজাতক‌টি এ‌নে হাসপাতা‌লের ওয়াশরু‌মে ফে‌লে গে‌ছে বলে দাবি করেছেন তত্ত্বাবধায়ক শহিদুল্লাহ। তিনি ব‌লেন, আমরা পু‌লিশ‌কে এ বিষয়ে আই‌নি ব্যবস্থা গ্রহণের অনু‌রোধ ক‌রে‌ছি। তারা বিষয়‌টি তদন্ত কর‌বেন।

সদর থানা পু‌লি‌শের এসআই জা‌হিদ ব‌লেন, নবজাত‌কের লাশ উদ্ধার ক‌রে হাসপাতা‌লের ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে। আমরা সা‌র্বিক বিষয় বি‌বেচনায় নি‌য়ে তদন্ত কর‌ছি।

- Advertisement -

Related Articles

Latest Articles